ডুমিনির অবসরের সিদ্ধান্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন প্রোটিয়া অলরাউন্ডার জিন পল ডুমিনি। শুক্রবার দিন এমন ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ডুমিনি। ২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে অবসরের সিদ্ধান্ত জানালেও প্রোটিয়াদের হয়ে টি-টুয়েন্টি ক্রিকেট খেলতে চান তিনি।

'এমন সিদ্ধান্ত নেওয়া অবশ্যই সহজ কিছু না। কিন্তু আমার কাছে মনে হয় অবসরের সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। তবে আন্তর্জাতিক টি-টুয়েন্টি এবং ঘরোয়া ক্রিকেটে আমি খেলব।
'আমি আমার পরিবারকে সময় দিতে চাই। ওদের আমি সবার আগে প্রাধান্য দিতে চাই।'; জানিয়েছেন আফ্রিকাকে অসংখ্য ম্যাচ জেতানো ডুমিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ১৯৩ টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। ৩৭.৩৯ গড়ে করেছেন ৫,৪০৭ রান। বল হাতে নিয়েছেন ৬৮ টি উইকেট।
দেশের পোশাকে ২০১১ এবং ২০১৫ সালের বিশ্বকাপে খেলেছেন ডুমিনি। দেশের হয়ে শেষবার আসন্ন বিশ্বকাপে খেলতে চান তিনি।