দলের বিপর্যয়ে আইয়ুবের অর্ধশতক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
প্রাইম দোলেশ্বরঃ ১৬৪/৪, ৪১ ওভারে
(মার্শাল আইয়ুব ৫৬*, তাইবুর রহমান ৪৩*; আলাউদ্দিন বাবু ২/২৪)

মার্শালের অর্ধশতকঃ ৬৬ বলে লিস্ট 'এ' ক্রিকেটের বিশতম অর্ধশতক পূরণ করে নিলেন পাঁচে নামা ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। ইনিংসের ৪১তম ওভারে অর্ধশতকটি হাঁকিয়েছেন তিনি যেখানে তিনটি চার এবং একটি ছয়ের মার ছিল তাঁর।
দলকে শক্ত ভিত গড়ে দেয়ার চেষ্টায় আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন তাইবুর রহমান।
চল্লিশের ঘরে আইয়ুবঃ ৬৫ রানে চার উইকেট হারানোর পর দলের দলের হাল ধরেছেন মার্শাল আইয়ুব এবং তাইবুর রহমান। দুইজনের জুটি ইতিমধ্যে পঞ্চাশ ছাড়িয়েছে। প্রতিপক্ষের বোলারদের বলের মেধা বুঝে ব্যাট চালাচ্ছেন দুইজনেই।
মার্শাল আইয়ুব পৌঁছে গেছেন ৪৬ রানে। আর তাইবুর ব্যাটিং করছেন ৩১ রানে।
দলীয় শতক দোলেশ্বরেরঃ ৩১ ওভারে দলীয় শতক রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দোলেশ্বরের ব্যাটসম্যানরা কোণঠাসা হয়ে আছে।
টসে হেরে আগে ব্যাটিং করে ইতিমধ্যে চার উইকেট হারিয়ে লড়াই করে যাচ্ছেন প্রাইম দোলেশ্বরের দুই ব্যাটসম্যান মার্শাল আইয়ুব এবং তাইবুর রহমান। বড় জুটি গড়ার চেষ্টায় আছেন তারা দুইজন।