একমাত্র টেস্ট খেলতে নামছে আফগানিস্তান-আয়ারল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একইসঙ্গে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা অর্জন করেছিলো আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। এবার নিজেদের মধ্যে টেস্ট খেলতে যাচ্ছে তাঁরা।
ভারতের দেরাদুনে, রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিন বাংলাদেশ সময় সকাল দশটায় দুই দল মুখোমুখি হবে। টি-টুয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে আফগানরা।
এক ম্যাচের টেস্ট সিরিজে তাই জয়ের দিকেই নজর আফগানদের। গত বছর ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে চমকে দিতে না পারলেও এবার অন্তত লড়াই করতে চায় আফগানিস্তান।

অধিনায়ক আসগর আফগান জানান, 'আমরা আমাদের অভিষেক টেস্ট ভারতের কাছে হেরেছি। কিন্তু আসন্ন টেস্ট ম্যাচটিতে আমরা আমাদের পুর্ণ শক্তি নিয়েই খেলব।'
এদিকে এশিয়ার মাটিতে নিজেদের দ্বিতীয় টেস্ট হতে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। ম্যাচের আগের দিন জানান,
'পাকিস্তানের বিপক্ষে আমাদের অভিষেক টেস্ট ম্যাচটি ছিল মালাহাইডে। এটা পুরোপুরি অন্য কন্ডিশনে। আমরা আশা করছি উইকেট দুইদিন পর খুব বেশি পরিবর্তিত হবে না।'
আফগানিস্তানঃ- আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসান জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, নাসির জামাল, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবি, রশিদ খান, ওয়াফাদার মোমান্দ, ইয়ামিন আহমদজাই, শরফতউদ্দিন আশরাফ, ওয়াকার সালামখেইল।
আয়ারল্যান্ডঃ- পল স্টার্লিং, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), আন্ড্রু বালবির্নি, জেমস ম্যাকোলাম, কেভিন ও'ব্রায়েন, সিমি সিং, স্টুয়ার্ট পয়েন্টার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থী, টিম মুরতাগ, বয়েড র্যাঙ্কিন, পিটার চেজ, অ্যান্ডি ম্যাকব্রিন, জেমস ক্যামেরন, লরকান টাকার, স্টুয়ার্ট থম্পসন।