ফতুল্লায় তারুণ্যের লড়াই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) এবারই প্রথমবার খেলছে উত্তরা স্পোর্টিং ক্লাব। অপরদিকে আট বছর পর ডিপিএল খেলতে এসেছে বিকেএসপি।
শুক্রবার দিন মুখোমুখি হচ্ছে এই দুই দল। নারায়ণগঞ্জের ফতুল্লায় সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।

দুইটি দলই তারুণ্যনির্ভর। মোহাইমিনুল খানের উত্তরা এবং আব্দুল কাইয়ুম তুহিনের দলে জাতীয় দলে খেলা অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার নেই।
আসরে দুই দল আন্ডারডগ হয়ে খেললেও পরস্পরের মোকাবেলায় ম্যাচটি জমতে যাচ্ছে, সন্দেহ নেই। চলতি আসরে দুই ম্যাচ খেলে এখনও জয় পায়নি বিকেএসপি। অপরদিকে দুইটি ম্যাচ খেলে একটিতে জিতেছে উত্তরা।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।
বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।