বিকেএসপিতে মুখোমুখি শুভ-অঙ্কনরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) শুক্রবারের খেলায় মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়।
শেষ তিনবারের মোকাবেলায় দুইবারই গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শুক্রবারের ম্যাচেও ফেভারিট থাকছে গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ।

কেননা প্রতিবারের ??তো এবারও তুলনামূলক শক্ত দল গড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শামসুর রহমান শুভর দলে আছেন রনি তালুকদার, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি ও পারভেজ রসূলরা।
অপরদিকে এবারের আসরেও তারুণ্য নির্ভর দল খেলাঘরের। দুই ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি মাহিদুল ইসলাম অঙ্কনের দল। অপরদিকে দুই ম্যাচে একটি জয় পেয়েছে শামসুর রহমান শুভরা।
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ শামসুর রহমান শুভ (অধিনায়ক), রনি তালুকদার, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, মাইশুকুর রহমান, সাজ্জাদুল হক, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রসূল।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিকুর রহমান, মোসাদ্দেক ইফতেখার, রবিউল হক, রিশাদ হোসেন, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, ইরফান হোসেন, রবিউল ইসলাম রাব্বি, তানভির ইসলাম।