'নাখোশ' ইয়াসির

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের বিপক্ষে অসাধারণ একটি শতক হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী। কিন্তু নিজেকে সন্তুষ্ট করতে পারছেন না তিনি। পরাজয়ের কাতারে থেকে মাঠ ছাড়ায় আক্ষেপে পুড়ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছিলেন ইয়াসির, ১১২ বলে খেলেছেন ১০৬ রানের ইনিংস। দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪ রানে হারতে হয়েছে ব্রাদার্সকে। জয়ে নিয়ে মাঠ ছাড়তে না পারার হতাশা ছিল ইয়াসিরের চোখে মুখে। ক্রিকফ্রেঞ্জিকে আক্ষেপ নিয়ে ইয়াসির বলেন,

'আসলে অনেক দুঃখজনক। কারণ একটা ম্যাচে যখন রান করি তো অবশ্যই চিন্তা থাকে দল যেন জেতে, দল জিতলে মনটা আরও ভালো থাকতো,' বলেন রাব্বি।
ডিপিএলে প্রতি ম্যাচেই ক্রিকেটারদের পারফর্মেন্সের দিকে নজর রাখেন জাতীয় দলের নির্বাচকরা। যদিও এসব নিয়ে চিন্তা না করে নিজের খেলার প্রতি মনোযোগ দিয়েছিলেন রাব্বি। আর তাঁর বিশ্বাস এই কারণেই সাফল্য ধরা দিয়েছে। রাব্বির ভাষায়,
'আসলে এইসব কিছু মাথায় থাকে না। যখন মাঠে নামি তখন মাথায় থাকে যে কিভাবে ভালো খেলা যায়। ওইসব জিনিস মাথায় নিলে একটু অতিরিক্ত চাপ তৈরি হয়। তো এইসব মাথায় না নিয়ে খেলার চেষ্টা করি।'
গত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন ইয়াসির আলি রাব্বি। চিটাগাং ভাইকিংসের হয়ে খেলা এই ব্যাটসম্যান ১১ ম্যাচে রান করেছিলেন ৩০৭। যেখানে হাঁকিয়েছিলেন ৩টি হাফসেঞ্চুরি। সেই ফর্মের ধারাবাহিকতা এবার ডিপিএলেও বজায় রাখার চেষ্টা করছেন তিনি। এই প্রসঙ্গে রাব্বি বলেছেন,
'আসলে এটা তো বলা যায় না। ক্রিকেট খেলা তো বলে কয়ে হয় না। আল্লাহর রহমতে ভালো ফর্ম যাচ্ছে সেটাই ধরে রাখার করার চেষ্টা করছি।'