promotional_ad

জিয়াউরের তান্ডবে নাটকীয় জয় শেখ জামালের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ১৪তম ম্যাচে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে মাত্র ১২ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করতে নেমে শাইনপুকুরকে মাত্র ১০৭ রানের লক্ষ্য দিয়েছিলো শেখ জামাল। 


কিন্তু এই মামুলি লক্ষ্যও পার করতে ব্যর্থ হয়েছে তারা। দিয়েছে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয়। জিয়াউর রহমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সামনে মাত্র ৯৪ রানে অলআউট হয়েছে তারা। ফলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন শেখ জামাল। মাত্র ২৩ রানে ৫ উইকেট নিয়ে শাইনপুকুর শিবিরে একাই ধস নামান ডান হাতি পেসার জিয়াউর। 


কম যাননি বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিলও। ৮ ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন শাকিল। এছাড়াও আরেক ডানহাতি শহিদুল ইসলাম পেয়েছেন ১টি উইকেট।


শেখ জামালের ছুঁড়ে দেয়া লক্ষ্যে খেলতে নেমে ৮২ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে বসেছিলো শাইনপুকুর। তবে এরপরেও সোহরাওয়ার্দি শুভর কিছুটা আশা যোগাচ্ছিলেন দলকে। কিন্তু ৯৪ রানের মাথায় তাঁকেও আউট করে শাইনপুকুরের আশার প্রদীপ নিভিয়ে দেন জিয়াউর।


promotional_ad

নাসির হোসেনের হাতে ক্যাচ বানিয়ে ১৩ রান করা শুভকে  সাজঘরে পাঠান তিনি। এদিকে জিয়া ও শাকিলের তান্ডবে শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করতে পেরেছেন ওপেনার সাব্বির হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে ভারতীয় রিক্রুট উদয় কাউলের ব্যাট থেকে। 


এর আগে সকালে বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছিলো বিধায় ম্যাচের পরিধি কমিয়ে আনা হয়েছিলো ৪৬ ওভারে। তবে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে চরম ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিলো নুরুল হাসান সোহানের শেখ জামালকে। 


দলটির পক্ষে জিয়াউর রহমান ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। ৫৮ বলে ৪১ রান এসেছে জিয়াউরের ব্যাট থেকে। এছাড়া ২২ রান করেছেন ভারতীয় ব্যাটসম্যান পুনিট বিশট। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ৩৫.১ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হতে হয় শেখ জামালকে।


অবশ্য সোহান বাহিনীকে এই অল্প রানে বেঁধে রাখার পেছনে কলকাঠি নেড়েছিলেন ২১ বছর বয়সী ডানহাতি পেসার সাব্বির হোসেন। মাত্র ২৮ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। বাঁহাতি পেসার শরিফুল ইসলামও কম যাননি। ২০ রানে শিকার করেছেন ৩টি উইকেট। আর দেলোয়ার হোসেন নিয়েছেন ২টি উইকেট। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


শেখ জামাল ধানমন্ডিঃ ১০৬/১০ (৩৫.১ ওভার) (জিয়াউর-৪১, বিশট- ২২; সাব্বির- ৪/২৮, শরিফুল-৩/২০) 


শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ ৯৪/১০ (২৯ ওভার) (সাব্বির-২৬, কাউল-১৭; জিয়াউর- ৫/২৩, শাকিল- ৪/২১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball