রাহির আদর্শ জেমস অ্যান্ডারসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটে হাতে খড়ির পর থেকেই ইংল্যান্ডের পেস তারকা জেমস অ্যান্ডারসনকে আদর্শ হিসেবে মেনে আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।
অ্যান্ডারসনের বোলিং অ্যাকশন থেকে শুরু করে তাঁর প্রতিটি ডেলিভারি অনুসরণ করেন রাহি। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে মাঠে নামার আগে সাংবাদিকদের এই ব্যাপারে জানিয়েছেন এই টাইগার পেসার। তিনি বলেছেন,

'যখন থেকে আমি ক্রিকেট শুরু করি তখন থেকেই জেমস অ্যান্ডারসনের বলটা বা বোলিং অ্যাকশনটি আমি ফলো করি। আমার অ্যান্ডারসনের বোলিংই সবথেকে পছন্দ।'
কিন্তু অ্যান্ডারসনের মতো এখনও বিশ্বমানের টেস্ট বোলার হয়ে ওঠেননি রাহি। তবে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট রাহি। বর্তমানে বোলিংয়ে বেশ উন্নতি করেছেন তিনি। বল সুইং করানোর ব্যাপারে নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মেছে তাঁর, জানিয়েছেন এই পেসার। নিজের প্রতি বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে জানিয়ে রাহির বক্তব্য,
'আমার নিজের প্রতি বিশ্বাসটি জন্মিয়েছে যে এখন বল সুইং করাতে পারি। আসলে আন্তর্জাতিক ব্যাটসম্যানদের বলটি খেলতে একটু কষ্ট করতে হচ্ছে। নিজের মধ্যে বিশ্বাসটি বৃদ্ধি পাচ্ছে।'
উল্লেখ্য এখন পর্যন্ত মাত্র ৫টি টেস্ট খেলেছেন ২৫ বছর বয়সী পেসার আবু জায়েদ রাহি। যেখানে ১১টি উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে তাঁর আদর্শ জেমস অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ১৪৮ টেস্টে ৫৭৫ উইকেট।