'ক্যাচ সবারই মিস হয়'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যাচ ফেলার মাশুল প্রতি ম্যাচেই গুনছে বাংলাদেশ দল। যদিও একে খেলার অংশ হিসেবেই দেখছেন পেসার আবু জায়েদ রাহি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও ক্যাচ ছেড়ে বিপদ ডেকে এনেছিল টাইগাররা।
প্রতিপক্ষের ডানহাতি অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের ক্যাচ একই ওভারে দুইবার ফেলেছিল বাংলাদেশ। ১৫তম ওভারে আবু জায়েদ রাহির বলে শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ ছেড়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ওভারেই দ্বিতীয় স্লিপে থাকা সাদমানের ক্যাচ ফেলেন টেইলর।

সুযোগ পেয়ে পরবর্তীতে ওয়ানডে ভঙ্গিমায় ডাবল সেঞ্চুরি হাঁকান এই কিউই ব্যাটসম্যান। তবে এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়ে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন টাইগারদের তরুণ পেসার রাহি। শেষ টেস্টে মাঠে নামার আগে সাংবাদিকদের তিনি বলেছেন, 'ক্যাচ সবারই মিস হয়, সেটা স্বাভাবিক। হয়তো বা যে দুটি ক্যাচ মিস হয়ে গিয়েছে সেটা কপালে ছিলো না। এভাবেই আসলে নিয়েছি ব্যাপারটা।'
অবশ্য ম্যাচ শেষে টেইলরের ক্যাচ ছাড়ার বিষয়টিকে টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। যে কারণে ইনিংস ব্যবধানে পরাজিত হতে হয়েছে সফরকারীদের।
তবে সব কিছু ছাপিয়ে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট রাহি। বর্তমানে বোলিংয়ে বেশ উন্নতি করেছেন রাহি। বল সুইং করানোর ব্যাপারে নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মেছে তাঁর, জানিয়েছেন এই পেসার। নিজের প্রতি বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে জানিয়ে রাহির বক্তব্য,
'এখনও একটা ম্যাচ বাকি আছে। আমার নিজের প্রতি বিশ্বাসটি জন্মেছে যে এখন বল সুইং করাতে পারি। আসলে আন্তর্জাতিক ব্যাটসম্যানদের বলটি খেলতে একটু কষ্ট করতে হচ্ছে। নিজের মধ্যে বিশ্বাসটি বৃদ্ধি পাচ্ছে।'