promotional_ad

তবুও আশাহত নন রোডস

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি টেস্টে একেবারেই দাঁড়াতে পারেনি সফরকারী বাংলাদেশ। দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে তারা। এরূপ পারফর্মেন্সের পরও অবশ্য ভেঙ্গে পড়ছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। 


দেশের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা উইন্ডিজদের মতো দেশকে টেস্টে পরাজিত করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। আর সেই অভিজ্ঞতার আলোকেই ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে ফিরছেন এই ইংলিশম্যান। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টের আগে তিনি বলেছেন, 



promotional_ad

'হয়তো আমাদের বাজে সময় যাচ্ছে। তবে ভুলে গেলে চলবে না আমরাও দেশের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, উইন্ডিজদের মতো দেশকে হারাই। আমাদের শেষ ম্যাচটিতে জয়ের বিশ্বাস রাখতে হবে। অন্তত বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের মাঝে হাসি ফোটাতে চাই।'  


নিউজিল্যান্ডের কন্ডিশনে লড়াই করার মতো ক্রিকেটার যে বাংলাদেশ দলে বেশ কম রয়েছে সেটিও স্বীকার করেছেন রোডস। শুধু তাই নয়, টেস্ট বোলার এবং ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়েও আধিপত্য বিস্তার করছে কিউইরা।


অধিনায়ক কেন উইলয়ামসন ছাড়াও ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দশে আছেন হেনরি নিকোলস। অপরদিকে বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে দশে আছেন নেইল ওয়েগনার এবং ট্রেন্ট বোল্ট। সুতরাং শক্তিমত্তায় নিউজিল্যান্ড যথেষ্ট এগিয়ে আছে জানিয়ে স্টিভ রোডসের ভাষ্য, 



'তাঁদের কিছু বোলার এবং ব্যাটসম্যান রয়েছে যারা র‍্যাংকিংয়ের শীর্ষ দশে আছে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ওদের সাথে লড়াই করতে যে স্কিল লাগে সে ধরনের ক্রিকেটারের ঘাটতি ছিলো।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball