১০ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয় অজিদের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ স্বাগতিক ভারতকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এদিন দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভিরাট কোহলির দলকে ৩৫ রানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলটি। এরই সাথে ২০০৯ সালের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো অজিরা।
ম্যাচটির শুরুতে ব্যাটিং করে ভারতকে ২৭৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো অস্ট্রেলিয়া। কিন্তু অজিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নির্ধারিত ৫০ ওভারে ২৩৭ রানে অলআউট হয় কোহলি বাহিনী। ফলে জয়ের বেশে মাঠ ছাড়ে সফরকারী।
অস্ট্রেলিয়ার পক্ষে দারুণ বোলিং করেছেন প্যাট কামিন্স, ঝেই রিচার্ডসন, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা। কামিন্স, রিচার্ডসন এবং স্টয়নিস প্রত্যেকে ২টি করে উইকেট নিলেও স্পিন তারকা জাম্পা শিকার করেছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। যে তালিকায় ছিলো রোহিত শর্মা, বিজয় শঙ্কর এবং রবীন্দ্র জাদেজার উইকেটগুলো।

অজিদের অসাধারণ বোলিংয়ের সামনে শুধু হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার রোহিত। ৮৯ বলে ৫৬ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেছেন ভুবনেশ্বর কুমার। আর ৪৪ রান করতে সক্ষম হয়েছেন কেদার যাদব। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেউই আর রান করতে পারেননি সেভাবে। অধিনায়ক কোহলি আউট হয়েছেন মোটে ২০ রান করে।
এর আগে ম্যাচটির শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি দলপতি ফিঞ্চ। এরপর ব্যাটিং করতে নেমে ওপেনার উসমান খাওয়াজা তুলে নেন তাঁর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১০৬ বলে ১০০ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি।
ব্যাট হাতে সাফল্য পেয়েছেন পিটার হ্যান্ডসকম্বও। ৬০ বলে ৫২ রান করে দলকে বড় পুঁজি এনে দিতে সহায়তা করেছেন তিনি। এছাড়াও অধিনায়ক ফিঞ্চ ২৭ এবং রিচার্ডসন ২৯ রান করেন। ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করতে সক্ষম হয় সফরকারী। ভারতের পক্ষে ৪৮ রান খরচায় ৩টি উইকেট নিয়ে সবথেকে সফল বোলার ছিলেন ভুবনেশ্বর কুমার। আর মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা পেয়েছেন ২টি করে উইকেট।
উল্লেখ্য এর আগে সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে জয়ের মুখ দেখেছিলও স্বাগতিক ভারত। তবে এরপর টানা তিনটি ম্যাচে জয় দিয়ে এবার সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টি টুয়েন্টি সিরিজেও জয়ী হয়েছিলো তারা।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৭২/৯ (৫০ ওভার) (খাওয়াজা-১০০, হ্যান্ডসকম্ব-৫২; ভুবনেশ্বর-৩/৪৮, জাদেজা-২/৪৫)
ভারতঃ ২৩৭/১০ (৫০ ওভার) (রোহিত- ৫৬, ভুবনেশ্বর-৪৬; জাম্পা-৩/৪৬, স্টয়নিস-২/৩১)