স্টুয়ার্ট ল'র সহকারী হলেন পোথাস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নিক পোথাস কাউন্টি দল মিডেলসেক্সের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন। মিডেলসেক্সের প্রধান কোচ হিসেবে আছেন স্টুয়ার্ট ??। তাঁর সহকারী হিসেবেই কাজ করবেন পোথাস।
কদিন আগেই তিনি উইন্ডিজ দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অধীনেই বাংলাদেশ সফর করেছিল উইন্ডিজ ক্রিকেট দল। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।

এরপর তিনি গিনিস ক্রিকেট বোর্ডের ক্রিকেট ডিরেক্টর হিসাবে কাজ করেন। শ্রীলঙ্কা দলের সঙ্গেও বেশ কিছুদিন ছিলে। লঙ্কানদের হয়ে তিনি বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন।
মিডেলসেক্সের দায়িত্ব নিয়ে পোথাস জানিয়েছেন তিনি দারুণ আনন্দিত মিডেলসেক্সের দায়িত্ব নিয়ে। মিডেলসেক্সের ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ইতিহাস এবং সাফল্যের দিকে সমৃদ্ধ ইংল্যান্ডের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাবে যোগদান করাটা খুব বড় সম্মান।'
এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার মিডেলসেক্সের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি স্টুয়ার্ট ল ও মিডেলসেক্সের সমর্থকদের সাথে সম্পর্ক গড়তে চান।
'আমি দারুণসব খেলোয়াড় ও কোচিং স্টাফের সাথে মিডেলসেক্সের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছি এবং তাদের সমর্থকদের পাশাপাশি স্টুয়ার্ট লর সাথে সম্পর্ক গড়তে কাজ করবো।'
পোথাস খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবনে খুব বেশি সাফল্য না পেলেও কোচিং স্টাফ হিসেবে অনেক সাফল্য রয়েছে তাঁর।