সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বুধবার মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। চার ম্যাচ শেষে দুই দলের ওয়ানডে সিরিজে এখন ২-২ সমতা। তাই পঞ্চম ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।
বাংলাদেশ সময় বেলা ২টায় ম্যাচটি শুরু হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে অনেকটাই এগিয়ে ছিল স্বাগতিক ভারত। এরপর টানা দুই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া।
শেষ ম্যাচে অজিদের বিপক্ষে বড় স্কোর গড়েও বোলার ও ফিল্ডারদের ব্যর্থতায় ম্যাচ জিততে পারেনি ভারত। এই ম্যাচে ভালো ফিল্ডিং আর বোলিংয়ের লক্ষ্য থাকবে ভিরাট কোহলির দলের। ভারত চাইবে সিরিজের শেষ ম্যাচেও নিজেদের ফর্ম ধরে রাখুক তাদের ব্যাটসম্যানরা।

অন্যদিকে শেষ দুই ম্যাচে দারুণ জয় আত্মবিশ্বাস ফিরিয়েছে অজি শিবিরে। ফলে মানসিক ভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে অ্যারন ফিঞ্চের দল। এমন দল নিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেছেন,
'সিরিজে পিছিয়ে পড়েও যেভাবে ফিরে এসেছি, এটি সত্যিই প্রশংসার। ছেলেরা দারুণ ক্রিকেট খেলেছে। আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। যেকোনো কিছুই আমরা করতে পারি। শেষ দুই ম্যাচের পারফরমেন্স আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারতের মাটিতে ৩৫০ রানের উপর টার্গেট টপকে ম্যাচ জয় অনেক বড় ব্যাপার। এমন কঠিন কাজ আমাদের এই দলটিই করতে পেরেছে। তাই এই দলকে নিয়ে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন আমরা দেখতেই পারি।'
ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি মনে করেন তাদের আরো আগেই সিরিজ জিতে নেয়া উচিত ছিল। তাছাড়া শেষ দুই ম্যাচ হারলেও আগের চার ম্যাচেই তাঁর দল ভালো খেলেছে বলে দাবি কোহলির। তাঁর দল সিরিজের শেষ ম্যাচে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন কোহলি।
'প্রথম চার ম্যাচেই আমরা ভালো খেলেছি। তাই সিরিজ জয় আগেই নিশ্চিত করা উচিত ছিলো আমাদের। কিন্তু কিছু-কিছু ভুলে এখন বড় চ্যালেঞ্জের সামনে আমরা। তবে এজন্য আমরা প্রস্তুত। যেকোনো চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। আমাদের লক্ষ্য সিরিজ জয় করা। এজন্য শেষ ওয়ানডেটি জয় ছাড়া অন্য কিছুই আমরা ভাবছি না।'
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, ঋষভ পান্ট (উইকেটকিপার), কেদার জাদভ, বিজয় শংকর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুযবেন্দ্রা চাহাল, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া একাদশ সম্ভাব্যঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন টার্নার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জেসন বেহরেনড্রফ / নাথান লায়ন।