promotional_ad

আফগানিস্তানের টেস্ট দলে জহির-সিরজাদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে আয়ারল্যান্ড। এবার দুই দল টেস্ট লড়াইয়ে মাঠে নামছে। ১ ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান।


আগামী ১৫ মার্চ দেরাদুনের রাজীব গান্ধি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। আসন্ন এই সিরিজে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার জহির খান এবং বাঁহাতি পেসার সাঈদ সিরজাদ। এদের নিয়ে শক্তিশালী বোলিং বিভাগ তৈরি করেছে আফগানিস্তান।



promotional_ad

ফিটনেস সমস্যার কারণে এই সিরিজে জহির খানকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে, দলের ফিজিওর সবুজ সঙ্কেতের পর তাকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। দলের সঙ্গে দেরাদুনে দ্রুতই তাঁর যোগ দেয়ার কথা রয়েছে।


আফগানিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণীর লিগে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদেই স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। শেষ ৭ ম্যাচে ১৩.১৪ গড়ে ৩৪ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এবার তাকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছেন নির্বাচকরা।


অন্যদিকে বাঁহাতি পেসার  সিরজাদ প্রথম বারের মতো আফগানিস্তান দলে ডাক পেয়েছেন। তাঁর ডাক পাওয়ার পেছনেও রয়েছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স। তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৫টি। বল হাতে চারবার পাঁচ উইকেটসহ ২৫.৩৮ গড়ে তার উইকেট সংখ্যা ৪৯টি।



আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি সফরকারী আয়ারল্যান্ড দলের জন্য প্রথম অ্যাওয়ে টেস্ট সিরজ। তাছাড়া, ভারতের মাটিতে স্বাগতিক হিসেবে এবারই প্রথম টেস্ট সিরিজ খেলছে আফগানরা। ফলে দুই দলই এই সিরিজ নিয়ে উচ্ছ্বসিত।


আফগানিস্তান স্কোয়াডঃ আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, নাসির জামাল, হাসমাতুল্লাহ শাহিদি, ইকরাম আলীখাইল, মোহাম্মদ নবী, রশিদ খান, ওয়াফাদার মোমান্দ, ইয়ামিন আহমাদজাই, শারাফুদিন আশরাফ, ওয়াকার সালামখাইল, জহির খান ও সাঈদ সিরজাদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball