promotional_ad

শেষ ওভারে মোহামেডানকে জেতালেন রকিবুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


শেষ ওভারে জয়ের জন্য মোহামেডানের প্রয়োজন ছিল ৯ রান। অধিয়ানয়ক অভিজ্ঞ রবিকুল হাসান ক্রিজে ব্যাট করছেন ৭৪ রানে। বোলিংয়ে এসে ইরফান হোসেন প্রথম বল ওয়াইড দিলে পরের দুই বলে ছক্কা এবং চার হাঁকিয়ে চলতি মৌসুমে মোহামেডানের দ্বিতীয় জয় নিশ্চিত করেন রকিবুল হাসান। তাঁর ৮৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করেই ৪ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয় ঢাকা শীর্ষস্থানীয় ক্লাবটি।


এদিন ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার আব্দুল মজিদ এবং অভিষেক মিত্র মিলে ধীরগতিতে দলের পক্ষে সূচনা করেন। খেলাঘরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তেমন হাত খুলে খেলেন নি দুজন।


উদ্বোধনী জুটিতে দুজন ২০ ওভার ক্রিজে টিকে থাকলেও স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলেন মাত্র ৬৪ রান। ২০তম ওভারে বোলিংয়ে এসে দুই ওপেনারকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান খেলাঘরের স্পিনার তানভির ইসলাম।


৬৮ রানে দুই উইকেট হারলেও উইকেট রক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর এবং অধিনায়ক রকিবুল হাসানের ব্যাটে স্কোরবোর্ডে রান তুলতে থাকে মোহামেডান। ১৬ রান করে শুক্কুর দলীয় ১০০'র আগে বিদায় নিলে মোহাম্মদ আশরাফুলকেও দ্রুত ফিরিয়ে দেয় খেলাঘর।



promotional_ad

১২২ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক রকিবুলের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ নাদিফ চৌধুরী। তাঁদের জুটিতে ভর করে দলীয় ২০০'র পার করে মোহামেডান। রকিবুল তুলে নেন ফিফটি। ৪৭তম ওভারে নাদিফ ফিরে গেলেও ক্রিজে টিকে থাকেন রকিবুল।


দলীয় ২১৩ রানে সোহাগ গাজি ফিরলেও দলের পক্ষে একাই লড়াই চালিয়ে যান এই অধিনায়ক। শেষ ওভারে ৯ রান প্রয়োজন হলে প্রথম দুই বলে ছক্কা এবং চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন রকিবুল।


খেলাঘরের পক্ষে রবিউল এবং তানভির শিকার করে ২টি করে উইকেট। এর আগে প্রথমে ব্যাট করে মোসাদ্দেক ইফতেখারের ৮৭ রানের উপর ভর করে ৪৭.৩ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় খেলাঘর। সোহাগ গাজি ৪১ রান দিয়ে নেন ৩ উইকেট। 


সংক্ষিপ্ত স্কোর


খেলাঘরঃ ২২৫ অল আউট (৪৭.৩ ওভার)



(মোসাদ্দেক ৮৭) (সোহাগ গাজি ৩/৪১)


মোহামেডানঃ ২২৮/৬ (৪৯.২ ওভার)


(রকিবুল ৮৪*) (তানভির ২/৪১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball