স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন কাজি অনিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মোহামেডান পেসার কাজি অনিক খেলাঘরের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় আচমকা পড়ে গিয়ে ইনজুরির শিকার হন।
গোড়ালিতে চোট পাওয়ায় পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেন তিনি। দ্বিতীয় স্পেলের দ্বিতীয় বলেই এই ঘটনা ঘটে।

এর আগে পাঁচ ওভার বল করে ১৯ রান খরচার দুই উইকেট শিকার করেছেন এই তরুণ বাঁহাতি পেসার।
কাজি অনিক বিপিএল শুরুর আগেও ইনজুরির শিকার হয়েছিলেন। বাইক দুর্ঘটনার শিকার হয়ে বিপিএলের প্রথম দিকের ম্যাচ গুলো খেলতে পারেননি তিনি।
তবে শেষের দিকে এসে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন কাজি অনিক।