ডেথ ওভারে পথহারা বিকেএসপি

ছবি: ছবিঃ সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোর
বিকেএসপি ২৪৯/৭ (৫০ ওভার)
মাহমুদুল ৮৫, আমিনুল ৬৩*
রাব্বি ২/৫২, রনি ২/৪৬

ফতুল্লায় গাজি গ্রুপ-বিকেএসপির ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে ৩০ মিনিট বিলম্বে মাঠে গড়ায়। আগে ব্যাট করা বিকেএসপি বড় স্কোরের সুযোগ হাতছাড়া করেছে। আগে ব্যাট করে বিকেএসপিকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার রাতুল খান ও মাহমুদুল হাসান জয়।
প্রথম উইকেট জুটিতে ৯৮ রান যোগ করে এই জুটি। ২৭তম ওভারে রাতুল খান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তবে তাতে রানের গতি থেমে যায় নি। তিন নম্বরে নামা আমিনুল ইসলামের সাথে আরও অর্ধশত রান যোগ করেন মাহমুদুল।
৩৫তম ওভারে দলীয় ১৫০ রানে ৮৫ রান করে আউট হন তিনি। শামিম হোসাইনকে আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন আমিনুল। ৪৬তম ওভারে ৩৯ বলে ৪৪ রান করে আউট হন রাব্বির বলে আউট হন তিনি।
সেখান থেকে বড় স্কোরের পেছনে ছুটতে পারত বিকেএসপি। কিন্তু গাজি গ্রুপের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারায় বিকেএসপি। ডেথ ওভারে আবু হায়দার ও কামরুল ইসলাম রাব্বি বিকেএসপির ব্যাটিং অর্ডারে ধস নামান।
একে একে উইকেট তুলে নিয়ে বিকেএসপিকে সাত উইকেটে ২৪৯ বেঁধে ফেলে গাজি গ্রুপ। ৬৩ রান করে অপরাজিত থাকেন আমিনুল। গাজি গ্রুপের আবু হায়দার রনি ও কামরুল হাসান রাব্বি দুটি করে উইকেট শিকার করেন।