আল আমিনের সেঞ্চুরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক ২২২/৩ (৪০ ওভার)

আল আমিন ১০১*, জাকির ২১*
বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আল আমিনের সেঞ্চুরিতে বড় পুঁজির পথে এগোচ্ছে প্রাইম ব্যাংক। ৯০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ৮টি চার ও ৪টি ছয়ে তাঁর ইনিংসটি সাজিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ লিস্ট এ সেঞ্চুরি।
এর আগে প্রাইম ব্যাংককে ভালো সূচনা এনে দিয়েছেন আনামুল হক বিজয় ও তিন নম্বরে নামা সুদীপ চ্যাটার্জি। ফর্মে থাকা ওপেনার রুবেল মিয়া এনামুল হক জুনিয়রের স্পিনে দ্রুত বিদায় নিলেও সুদীপের ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রানে দলটি।
১৪তম ওভারে দলীয় ৫৪ রানে ২৮ রান করে ফরহাদ রেজার বলে বোল্ড হন তিনি। বিজয়ের পর স্থায়ী হয়নি সুদীপের ইনিংস। ৫৭ রানে আরাফাত সানির বলে সাজঘরে ফিরতে হয় তাঁকে।
সেখান থেকে প্রাইম ব্যাংকের স্কোর বাড়ানোর দায়িত্ব নেন আল আমিন। তাঁকে সঙ্গ দিচ্ছেন আল আমিন।