টেইলরের ক্যাচ না ছাড়লে দৃশ্যপট ভিন্ন হতোঃ মাহমুদুল্লাহ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ার পর হতাশার শ্লেষ ঝরেছে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠে। তাঁর সবথেকে বেশি আক্ষেপের কারণ কিউই ব্যাটসম্যান রস টেইলর।


কেননা প্রথম ইনিংসে দুই বার তাঁকে জীবন দিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে পরবর্তীতে সেই টেইলরই তুলে নেন তাঁর ডাবল সেঞ্চুরি। আর নিউজিল্যান্ড গড়ে রানের পাহাড়। সুতরাং ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদুল্লাহ সেই আক্ষেপের কথাই উল্লেখ করেছেন। বলেছেন, 


promotional_ad

'আমি টেইলরের ক্যাচ ছেড়েছিলাম এবং আরেকটি স্লিপে ড্রপ হয়েছিলো। আমরা যদি সেই ক্যাচগুলো নিতে পারতাম হয়তো দৃশ্যপট ভিন্ন হতে পারতো।'


মাহমুদুল্লাহর মতে এর থেকে আরও অনেক বেশি ভালো পারফর্ম করা সম্ভব ছিলো তাঁর দলের। কিন্তু ব্যর্থতার বেড়াজালে আবদ্ধ থাকাটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। এই পরিস্থিতি থেকে দ্রুত বের হয়ে আসার জন্য তাই বেশ মরিয়া টাইগার দলপতি। তাঁর ভাষ্যমতে, 


 'খুবই হতাশাজনক। আমরা আরও অনেক বেশি ভালো করতে পারতাম এর থেকে। সামনের দিকে এগোতে হলে আমাদের যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে বের হতে হবে।' 


উল্লেখ্য নিউজিল্যান্ডের ইনিংসের ১৫তম ওভারে আবু জায়েদের বলে শর্ট এক্সট্রা কাভারে টেইলরের ক্যাচ হাতছাড়া করেছিলেন মাহমুদুল্লাহ। একই ওভারে দ্বিতীয় স্লিপে থাকা সাদমান ইসলামও ক্যাচ ছাড়েন এই কিউই ব্যাটসম্যানের।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball