টেইলরের ক্যাচ না ছাড়লে দৃশ্যপট ভিন্ন হতোঃ মাহমুদুল্লাহ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ার পর হতাশার শ্লেষ ঝরেছে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠে। তাঁর সবথেকে বেশি আক্ষেপের কারণ কিউই ব্যাটসম্যান রস টেইলর।
কেননা প্রথম ইনিংসে দুই বার তাঁকে জীবন দিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে পরবর্তীতে সেই টেইলরই তুলে নেন তাঁর ডাবল সেঞ্চুরি। আর নিউজিল্যান্ড গড়ে রানের পাহাড়। সুতরাং ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদুল্লাহ সেই আক্ষেপের কথাই উল্লেখ করেছেন। বলেছেন,

'আমি টেইলরের ক্যাচ ছেড়েছিলাম এবং আরেকটি স্লিপে ড্রপ হয়েছিলো। আমরা যদি সেই ক্যাচগুলো নিতে পারতাম হয়তো দৃশ্যপট ভিন্ন হতে পারতো।'
মাহমুদুল্লাহর মতে এর থেকে আরও অনেক বেশি ভালো পারফর্ম করা সম্ভব ছিলো তাঁর দলের। কিন্তু ব্যর্থতার বেড়াজালে আবদ্ধ থাকাটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। এই পরিস্থিতি থেকে দ্রুত বের হয়ে আসার জন্য তাই বেশ মরিয়া টাইগার দলপতি। তাঁর ভাষ্যমতে,
'খুবই হতাশাজনক। আমরা আরও অনেক বেশি ভালো করতে পারতাম এর থেকে। সামনের দিকে এগোতে হলে আমাদের যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে বের হতে হবে।'
উল্লেখ্য নিউজিল্যান্ডের ইনিংসের ১৫তম ওভারে আবু জায়েদের বলে শর্ট এক্সট্রা কাভারে টেইলরের ক্যাচ হাতছাড়া করেছিলেন মাহমুদুল্লাহ। একই ওভারে দ্বিতীয় স্লিপে থাকা সাদমান ইসলামও ক্যাচ ছাড়েন এই কিউই ব্যাটসম্যানের।