হ্যান্ডসকম্ব-টার্নারে সিরিজ সমতায় অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিটার হ্যান্ডসকম্বের সেঞ্চুরি, উসমান খাওয়াজার দায়িত্বশীল ইনিংস ও অ্যাস্টন টার্নারের দুর্দান্ত ফিনিশিংয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে চার উইকেটে জিতে সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনল অস্ট্রেলিয়া।
ভারতের দেওয়া ৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অ্যারন ফিঞ্চের (০) উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরে ফিরে যান শন মার্শও (৬)। ১২ রানে দুই উইকেট হারানো দলটিকে পথ দেখান খাওয়াজা এবং হ্যান্ডসকম্ব।
আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো খাওয়াজা এদিনে ফিরেছেন ৯১ রান করে। তবে সঙ্গী হ্যান্ডসকম্ব ঠিকই সেঞ্চুরি তুলে নেন। এই দুইজনের ১৯২ রানের জুটিতে ম্যাচে ফেরার সুযোগ পায় অস্ট্রেলিয়া।
কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ২৩ রানে ফিরে গেলে আবারও বিপদে পড়ে অজিরা। রানরেট বাড়ার চাপ নিতে পারেননি হ্যান্ডসকম্বও। ফিরে যাওয়ার আগে ১০৫ বলে আটটি চার ও তিনটি ছক্কায় ১১৭ রান করেছেন তিনি।

এরপরে শুধুই টার্নারের তাণ্ডব। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ছয়টি বিশাল ছক্কা এবং পাঁচটি চারে করেছেন ৪৩ বলে অপরাজিত ৮৪ রান। শেষদিকে তাঁকে সঙ্গ দেন অ্যালেক্স কারি (১৫ বলে ২১)।
চন্ডিগড়ে টসে হেরে ব্যাট করতে নামা ভারত উদ্বোধনী জুটি পেয়েছে ১৯৩ রানের। দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান দারুণ শুরু এনে দেন দলের।
তবে দুর্ভাগ্য রোহিতের। শতক থেকে মাত্র পাঁচ রান দূরে থামতে হয় তাঁকে। ৯২ বলে সাতটি চার ও দুটি ছক্কায় তিনি করেন ৯৫ রান। অপরদিকে ধাওয়ান থেমেছেন ১৪৩ রানে।
১১৫ বলে খেলা ইনিংসটিতে ছিল ১৮ টি চার ও ৩ টি ছয়ের মার। এরপরে লোকেশ রাহুলের ২৬, রিশভ পান্তের ৩৬ ও বিজয় শঙ্করের ২৬ রানের সুবাদে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।
অজিদের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। তিনটি উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ভারতঃ- ৩৫৮/৯ (৫০ ওভার)
(ধাওয়ান ১৪৩, রোহিত ৯৫; কামিন্স ৫/৭০)
অস্ট্রেলিয়াঃ- ৩৫৯/৬ (৪৭.৫ ওভার)
(হ্যান্ডসকম্ব ১১৭, খাওয়াজা ৯১, টার্নার ৮৪*; বুমরাহ ৩/৬৩)