শেখ জামালের জয়রথ থামাতে পারবে ব্রাদার্স?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সোমবারের খেলায় মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। তুলনামূলক শক্তিশালী দল হয়েও উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছে নুরুল হাসান সোহানের শেখ জামাল।

অপরদিকে লিজেন্ড অফ রুপগঞ্জের কাছে শেষ ওভারে গিয়ে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। সোমবারের ম্যাচটি জিতে পয়েন্ট তালিকায় যাত্রা শুরু করতে চাইবে দুই দলই।
যদিও দল হিসেবে বরাবরই শক্তিশালী শেখ জামাল। শেষ পাঁচবারের দ্বিপাক্ষিক মোকাবেলায় পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে তাঁরা। স্বভাবতই ম্যাচটিতে মানসিকভাবে পিছিয়ে থেকে নামবে ব্রাদার্স ইউনিয়ন।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।
ব্রাদার্স ইউনিয়নঃ মোহাম্মদ শরিফুল্লাহ (অধিনায়ক), ফজলে রাব্বি, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মো??াম্মদ শাহজাদা।