স্টার্লিং-বালবিরনির ব্যাটে সিরিজ ড্র আয়ারল্যান্ডের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে আয়ারল্যান্ড। পিটার স্টার্লিংয় ও অ্যান্ড্রু বালবিরনির ব্যাটে ভর করে সিরিজে সমতা ফিরিয়েছে আইরিশরা।
আফগানিস্তানের দেয়া ২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৫৭ রান যোগ করেন দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। পোর্টারফিল্ড ১৭ রান করে ফিরলে এই জুটি ভেঙেছে।
দ্বিতীয় উইকেটে ৮১ রান যোগ করে আইরিশদের জয়ের অনেক কাছে নিয়ে যান স্টার্লিং ও বালবিরনি। স্টার্লিং আউট হয়েছেন ৭০ রান করে। আর বালবিরনি করেছেন ৬৮ রান। এরপর শেষ দিকে কেভিন ও'ব্রায়েনের অপরাজিত ৩৩ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌছে যায় আয়ারল্যান্ড।
অবশ্য শেষ দিকে দ্রুতই ফিরেছেন সিমি (১৩), ও ডকরেল (০)। পয়েন্টার অপরাজিত ছিলেন কোনো রান না করেই। আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নিয়েছেন জহির খান। ১টি করে উইকেট গেছে মুজিব, নবী ও রশিদের ঝুলিতে।
এই ম্যাচের শুরুতে দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আইরিশরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। তারা দলীয় ৬ রানেই ওপেনার মোহাম্মদ শেহজাদের (৬) উইকেট হারায়।

দ্বিতীয় উইকেটে ৩৩ রান যোগ করেছেন জাভেদ আহমেদী ও রহমত শাহ। ২৪ রান করা জাভেদ ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুতই ফিরে গেছেন রহমত শাহ। তাঁর ব্যাট থেকে এসেছে ১৭ রান।
সামিউল্লাহ শিনওয়ারি ফিরেছেন রানের খাতা খোলার আগেই। পঞ্চম উইকেটে মোহাম্মদ নবী ও অধিনায়ক আসগর আফগান ৭৬ রানের জুটি গড়ে দারুণ জবাব দিচ্ছিলেন। আসগর ৮২ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন।
মোহাম্মদ নবীর ব্যাট থেকে এসেছে ৪০ রান। নাজিবুল্লাহ জাদরান শেষ দিকে আউট হয়েছেন ৭ রান করে। তবে রশিদ খান ২৮ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন।
মুজিব অপরাজিত ছিলেন কোনো রান না করেই। আয়ারল্যান্ডের হয়ে ডকরেল নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মুরতাঘ, ম্যাকব্রেইন, ক্যামেরন ডো ও সিমি সিং।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ২১৬/৬ (৫০ ওভার)
(আসগর ৮২, নবী ৪০, রশিদ ৩৫*; ডকরেল ২/৪৬)
আয়ারল্যান্ডঃ ২১৯/৫ (৪৭.২ ওভার)
(স্টার্লিং ৭০, বালবিরনি ৬৮; জহির ২/৫৫)