promotional_ad

শক্তিশালী আবাহনীর সামনে উত্তরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড এবং উত্তরা স্পোর্টিং ক্লাব। আবাহনী হারিয়েছে বিকেএসপিকে।


অপরদিকে উত্তরা জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। সোমবার দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় মুখোমুখি হচ্ছে আবাহনী এবং উত্তরা।



promotional_ad

সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। যদিও নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী শেখ জামালকে হারিয়েছে উত্তরা, তবে এবারের ম্যাচে আরও শক্তিশালী দলের বিপক্ষে লড়বে তাঁরা।


কাগজে কলমে মোহাইমিনুল খানের উত্তরা যতটাই তারুণ্যনির্ভর দল, ঠিক ততোটাই শক্তিশালী আবাহনী। যদিও জাতীয় দলের ম্যাচ থাকায় দলের অনেক সেরা ক্রিকেটারকে ছাড়াই নামতে হবে আবাহনীকে।


তবুও আবাহনীর হয়ে ম্যাচটিতে খেলবেন মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি,  মোহাম্মদ সাইফুদ্দিন ও নাজমুল হোসেন শান্তরা।



আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত।


উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball