ইনজুরির কবলে স্টইনিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুড়ো আঙুলের ইনজুরিতে পড়েছেন অজি অলরাউন্ডার মার্কুস স্টইনিস। চোটের কারণে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে একাদশের বাইরে চলে গেছেন তিনি।
স্টইনিস রাঁচিতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান। মোহালিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্টইনিসের বদলি হিসেবে খেলছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার।

এই ম্যাচের একাদশে জায়গা হয়নি স্পিনার নাথান লায়নেরও। তাঁর বদলে খেলছেন জেসন বেহরেন্ড্রফ। এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন স্টইনিস।
অবশ্য সেই ম্যাচে অস্ট্রেলিয়া শেষ ওভারের রোমাঞ্চে হেরেছিল ৮ রানের ব্যবধানে। এদিকে, সিরিজের তৃতীয় ম্যাচেও ৩১ রানের গুরুত্বপূর্ণ একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন স্টইনিস।
স্টইনিস যদি সিরিজের শেষ ম্যাচেও না খেলতে পারেন ইনজুরির জন্য, তবে সেটা বড় দুঃসংবাদ হবে অস্ট্রেলিয়া দলের জন্য। কারণ চলতি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।
তাছাড়া, গত বছর দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে অস্ট্রেলিয়ার ওয়ানডের বর্ষ সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। অবশ্য, স্টইনিসের ইনজুরি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।