promotional_ad

ইনজুরি থেকে ফিরেই ওয়ার্নারের বিধ্বংসী সেঞ্চুরি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কনুইয়ের চোট কাটিয়ে মাঠে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। র‍্যান্ডউইক পিটারশ্যামের পক্ষে রবিবার ৭৭ বলে ১১০ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। যেখানে ৭টি ছক্কা এবং ৪টি চার মেরেছেন তিনি।


বাংলাদেশ প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসরে খেলতে এসে কনুইয়ের ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন ওয়ার্নার। যেকারণে অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। দীর্ঘদিন এই কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।



promotional_ad

কিন্তু রবিবার ইনজুরি থেকে ফিরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদন থেকে তাঁর শতক হাঁকানোর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।


এদিকে বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথও একই কারণে ক্রিকেট থেকে বর্তমানে নিষিদ্ধ রয়েছেন। তিনিও বিপিএলে খেলতে এসে ইনজুরি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। স্মিথের ইনজুরি অবশ্য ওয়ার্নারের চেয়ে গুরুতর ছিল।  


যদিও চলতি মাসের শেষে এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে দুজনের। এরপরেই খেলতে পারবেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে। 



পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলার সুযোগ ছিল তাঁর এবং স্টিভ স্মিথের। কিন্তু দুজনকেই শেষ পর্যন্ত স্কোয়াডে রাখেন নি নির্বাচকরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball