promotional_ad

সিরিজ বাঁচানোর মিশনে শ্রীলংকা

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডারবানে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা। রবিবার বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে এই ম্যাচটি।


টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজে নামার আগে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল শ্রীলংকাকে। কিন্তু সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে ব্যর্থ লাসিথ মালিঙ্গার দল।


তবে শ্রীলংকাকে ভাবাচ্ছে একটি পরিসংখ্যান। দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ সাতটি ওয়ানডেতেই হেরেছে শ্রীলংকা। শেষবার জিতেছিল ২০১২ সালে।



promotional_ad

মাঝে ২০১৭ সালের সফরে পাঁচটি ওয়ানডেতেই হেরেছে লঙ্কানরা। অপরদিকে ডারবানে খেলা শেষ সাতটি ওয়ানডের ছয়টিতেই জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।


তাই মানসিকভাবে সব দিক থেকেই এগিয়ে থাকবে প্রোটিয়ারা। এই ম্যাচে জিতে সিরিজে ফিরতে একটু বেশিই ভালো খেলতে হবে লঙ্কানদের।


সম্ভাব্য একাদশঃ-


দক্ষিণ আফ্রিকাঃ- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হ্যান্ডরিক্স, ভ্যান ডার ডাসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, অ্যান্ডিল ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, অনরিচ নর্তজে, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।



শ্রীলংকাঃ- অভিশকা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ওসাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কাসুন রাজিথা, বিশ্ব ফারনান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball