বাকী তিনদিনেই ফলাফল সম্ভবঃ ম্যাকমিলান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েলিংটনে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। যদিও বাকী তিনদিন খেলা হলে এই ম্যাচেও ফলাফল আশা করছেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান।
সাবেক এই কিউই ক্রিকেটারের মতে, তিন দিনও অনেক লম্বা সময় ফলাফল আনার জন্যে। ম্যাচটিতে নিউজিল্যান্ডের পক্ষে জয়, পরাজয় বা ড্র যেকোনো কিছুর সম্ভাবনা দেখছেন তিনি।

'এখনও পর্যাপ্ত সময় আছে। তিন দিন লম্বা সময়, আমি দেখেছি অনেক টেস্টই এই সময়ে শেষ হয়েছে। তিনটি ফলই সম্ভব। তাই যখন খেলতে নামবো, সুযোগ বুঝে তা কাজে লাগানোর চেষ্টা করবো।'
এখনও টসই অনুষ্ঠিত হয়নি ওয়েলিংটনে। আর তাই নিউজিল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকেও ফেভারিট মানছেন ম্যাকমিলান। মূলত টসই ম্যাচের মোড় পাল্টে দিবে বলে তাঁর বিশ্বাস।
কেননা তৃতীয় দিনে আগে ব্যাট করা যেকোনো দলের পক্ষেই কষ্টসাধ্য কাজ। ম্যাকমিলানের ভাষ্যমতে,
'ওয়েলিংটনে খেললে এখানে সবুজাভ উইকেটই দুই দিন পাওয়া যায়। কিন্তু ধীরে ধীরে এর প্রকৃতি পাল্টায়। বৃষ্টিতে দুই দিন কভার দিয়ে ঢাকা মানে মাটি কিছুটা নরম থাকবে। তাই পূর্বেকার চেয়ে কিছুটা রোমাঞ্চের আভাস থাকবে। দুই দলের জন্যই এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।'