promotional_ad

আইপিএল ছেড়ে আয়ারল্যান্ড সিরিজে খেলবেন সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


২০১৯ সালের আইপিএল মৌসুম শুরু হবে মার্চের ২৩ তারিখ থেকে। শেষ হবে মে মাসের ১২ তারিখ। বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর শুরু হবে মে মাসের ৭ তারিখ। সাকিবের দল হায়দ্রাবাদ আইপিএলের প্লে অফে জায়গা করে নিলেও বাংলাদেশ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে খেলবেন সাকিব আল হাসান।


নির্বাচক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মিরপুরে সংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন। তাঁর ভাষায়, 'দেখুন যখন বাংলাদেশ দল খেলবে, তখন অবশ্যই সে বাংলাদেশ দলের হয়ে খেলবে।'



promotional_ad

বিপিএল ফাইনালের ব্যাটিংয়ের সময় আঙ্গুলে আঘাত পেয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সাকিব। টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টও খেলেননি তিনি। 


শতভাগ ফিটনেস ফিরে পেতে আরও সপ্তাহখানিক লাগতে পারে তাঁর। ইতিমধ্যে মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন শুরু করেছেন সাকিব। এই মুহূর্তে সাকিবের সুস্থতাই বিসিবির কাছে মুখ্য বিষয়। বাশারের ভাষ্য মতে,


'সাকিব বাংলাদেশ দলে খেলছে ১০-১৫ বছর হয়ে গেছে। আমার মনে হয় না তাঁকে গ্রুমিং করার জন্য আগে আগেই নিয়ে আসার দরকার আছে (আইপিএল থেকে)। ও বাংলাদেশ দলের সাথে অনেক দিন ধরেই আছে, এই গ্রুপটাই অনেক দিক ধরে আছে।এখানে এটা আইপিএল বা থার্ড টেস্টের বিষয় না। এটা ফিটনেসের বিষয়। 



'ও খেলার জন্য কতখানি প্রস্তুত। কোন খেলার জন্য প্রস্তুত। এখান আইপিএল বা তৃতীয় টেস্ট ম্যাচ আমাদের মাথায় নেই। ওর সুস্থতা আমাদের কাছে মূল বিবেচনার বিষয়। সে যদি সুস্থ থাকে থার্ড টেস্ট খেলার মতন, তাহলে থার্ড টেস্ট খেলবে। আর যদি আইপিএল খেলার মতন সুস্থ হয় তাহলে আইপিএল খেলবে। এইসব নিয়ে চিন্তা করছি না। তাঁর সুস্থতাই আমাদের কাছে মূল বিষয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball