বিশ্রামে ধোনি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকী দুই ওয়ানডে ম্যাচে ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এমন খবর মিডিয়ার সামনে নিশ্চিত করেছেন দলের ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার।
ধোনির জায়গায় বাকী দুই ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলবেন তরুণ ক্রিকেটার রিশভ পান্ত। মূলত বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টের একাদশ নিয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষার করার সিদ্ধান্তে দল থেকে বিশ্রাম পেয়েছেন ধোনি।

নিজ শহর রাঁচিতে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে খেলার পর এমন সিদ্ধান্ত জানানো হয় ধোনিকে। এরপর মিডিয়ার সামনে বিষয়টি জানান ব্যাঙ্গার। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে ভারতের অধিনায়ক ভিরাট কোহলিও ইঙ্গিত দিয়েছিলেন একাদশ পরিবর্তনের। তিনি বলেছিলেন,
'পরের দুই ম্যাচে আমাদের একাদশে কিছু পরিবর্তন থাকবে। আমরা দেখব কাদের খেলানো যায়, তবে আমাদের লক্ষ্য থাকবে দেশের হয়ে ম্যাচ জেতা।
'আমাদের মানসিক অবস্থার কোন পরিবর্তন হবে না। আমাদের দলে নতুন কেউ আসবে। তাঁদের উচিত হবে সুযোগ কাজে লাগানো, কেননা বিশ্বকাপে সবাই খেলতে চায়।'
সিরিজে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতলেও তৃতীয় ওয়ানডে জয় পায়নি স্বাগতিকরা।