হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি গাজী গ্রুপ ও মোহামেডান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। মৌসুমে এটা দুই দলেরই প্রথম ম্যাচ।
সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল নয়টায় মুখোমুখি হবে তাঁরা। শেষ চারবারের দেখায় সমান দুটি করে জয় তুলে নিয়েছে দল দুটি।

প্রতি আসরের মতো এবারও শক্তিশালী দল গড়েছে মোহামেডান এবং গাজী গ্রুপ। রকিবুল হাসানের মোহামেডানে আছেন আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, মোহাম্মদ আশরাফুল, কাজি অনিক ইসলাম ও ইরফান শুক্কুররা।
অপরদিকে শামসুর রহমান শুভ গাজী গ্রুপে আছেন রনি তালুকদার, কামরুল ইসলাম রাব্বি, আল আম???ন হোসেন, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি ও পারভেজ রসূলরা।
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ শামসুর রহমান শুভ (অধিনায়ক), রনি তালুকদার, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, মাইশুকুর রহমান, সাজ্জাদুল হক, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রসূল।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।