ওয়ানডে আসরের যাত্রা শুরু দোলেশ্বরের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) টি-টুয়েন্টি আসরে রানারআপ হওয়া প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবার যাত্রা করছে ওয়ানডে আসরের লড়াইয়ে।
নিজেদের প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। নারায়ণগঞ্জের ফতুল্লায় সকাল নয়টায় মাঠে নামছে দল দুটি।

দল হিসেবে দুটি দলই বেশ গোছানো। আফিফ হোসেনের শাইনপুকুরে আছেন সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন ও শুভাগত হোমের মতো ঘরোয়া ক্রিকেটের পরিচিত ক্রিকেটাররা।
অপরদিকে প্রাইম দোলেশ্বরে আছেন ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান ও এনামুল হক জুনিয়ররা।
গত আসরে শেষবারের মোকাবেলায় অবশ্য জিতেছিল শাইনপুকুর। তবে এবারের আসরে দোলেশ্বরকে হারানো কঠিন হতে পারে শাইনপুকুরের।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ আফিফ হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।