promotional_ad

বিপদের কাণ্ডারি সাইফউদ্দিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দলের বিপদে ব্যাট হাতে রুদ্রমূর্তি হয়ে দাঁড়ানো এখন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের সহজাত বৈশিষ্ট্য। ঢা???া প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে জহুরুল ইসলাম অমির সাথে গড়েছেন ১১২ রানের ইনিংস। নিজে খেলেছেন ৫৫ রানের ইনিংস। যা চ্যাম্পিয়ন দল আবাহনীকে বিকেএসপির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে ভূমিকা রেখেছে বহুগুণ।


৫৩ রানে চার উইকেট হারিয়ে যখন কোণঠাসা আবাহনী তখন দলের হাল ধরেছেন সাইফউদ্দিন। ঠাণ্ডা মাথায় খেলে ৮০ বলের ইনিংসে ছয় চারে তুলে নিয়েছেন লিস্ট 'এ' ক্রিকেটের চতুর্থ অর্ধশতক। জাতীয় দলের হয়েও এমন ইনিংস বিগত কয়েক ম্যাচে খেলেছেন তিনি।



promotional_ad

২০১৮ সালের জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের মিডেল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর দলের হাল ধরে ৬৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়েছিলেন সাইফউদ্দিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেও দলের বিপর্যয়ে রেখেছেন অবদান।


দুটি ম্যাচে খেলেছেন ৪৪ এবং ৪১ রানের দুটি ইনিংস। যা টাইগারদের সাহায্য করেছিল দুইশ ছাড়ানো সংগ্রহ করতে। মিরপুরে ডিপিএলের ম্যাচের শেষে বিপদের কাণ্ডারি সাইফউদ্দিনের প্রশংসা করেছেন শতক হাঁকানো জহুরুল ইসলাম।


'এটি একটু কঠিন সময় ছিলো আমাদের জন্য। খুব ভালো চারজন ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে গিয়েছিলো। সাইফুদ্দিন যখন নামলো, এইরকম কঠিন সময়ে বাংলাদেশ দলের হয়ে গত আটটা দশটা ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে ও অনেক ভালো খেলেছে। ওর ওপর বিশ্বাস ছিলো আমার। আমি ওকে বলেছিলাম যে আমরা ৩৫-৪০ ওভার পর্যন্ত যাবো। রান যাই হোক, দুই তিন রান করে হলেও সমস্যা নেই। কারণ আমরা আউট হয়ে গেলে তেমন কেউ নেই,' বলেছেন ম্যাচ সেরা জহুরুল।



'যদি আগ্রাসী ব্যাটিং করতে হয় তাহলে আমরা ৩৫-৪০ ওভারের পরে করবো। যেভাবেই হোক সে নিজেকে মানিয়ে নিয়েছিলো এবং ভালো ইনিংস খেলেছে। আমার নিজেরও অনেক কঠিন হতো ওখানে খেলা। সে আমাকে অনেক সমর্থন দিয়েছে, মাঝে মাঝে আমি মারতে গেলে আমাকে বুঝিয়েছে। সাইফুদ্দিন আর আমার জুটিটি আমাদের জন্য অনেক কার্যকরী ছিলো,' যোগ করেন তিনি।


জহুরুল এবং সাইফউদ্দিনের শতক ছাড়ানো জুটিতে ভর করে ২১৬ রান সংগ্রহ করেছিল ডিপিএলের ফেভারিট দল আবাহনী। ২১৭ রানের লক্ষ্যে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে বিকেএসপিকে ১৫৬ রানে থামিয়ে দিয়েছিল তারা। ৬০ রানের বিশাল জয় নিয়ে ডিপিএলের শুভ সূচনা করতে সক্ষম হয়েছে আবাহনী লিমিটেড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball