promotional_ad

নাফিসের ৫৯'য়ে ম্লান ইয়াসিরের ৬৫

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের ব্যাটে ভর করে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের প্রথম জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে রূপগঞ্জ। ৫৯ রানের ইনিংস খেলায় ম্যাচ সেরা হয়েছেন নাফিস।


ব্রাদার্সের দেয়া ২২১ রানের লক্ষ্যে পৌঁছাতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে রূপগঞ্জকে। দুই ওপেনার আজমির আহমেদ এবং মোহাম্মদ নাইমের দারুণ শুরুর পরও ব্রাদার্সের বোলারদের অসাধারণ বোলিংয়ে শেষ ওভারে গড়িয়েছে ম্যাচটি। আজমির ৩৮ বলে ৩৮ রান এবং নাইম ৩১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। এরপর অধিনায়ক নাঈম ইসলামও ফেরেন মাত্র এক রান করে। ৬৩ রানে তিন উইকেট হারালে দলের হাল ধরার দায়িত্ব বর্তায় নাফিসের কাঁধে।


দায়িত্ব দারুণভাবে পালন করেছেন তিনি। খেলেছেন সম্পূর্ণ মাথা ঠাণ্ডা করে। আসিফ আহমেদের সাথে ৫৩ রানের জুটির পর রিশি ধাওয়ানের সাথে ৪১ রানের জুটি গড়েন নাফিস। ৮৫ বলে তুলে নেন লিস্ট 'এ' ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। ৪৯তম ওভারে ৫৯ রান করা নাফিস আউট হলে খেলার মোড় ঘুরে যায়। জিততে হলে শেষ ওভারে নয় রানের প্রয়োজন ছিল রূপগঞ্জের। ওভারের তৃতীয় বলে মুক্তার আলির ছয়ের সুবাদে এক বল হাতে রেখে তিন উইকেটের জয় নিয়ে আসর শুরু করে রূপগঞ্জ।


ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ভারতীয় বোলার চিরাগ জানি, বাংলাদেশি পেসার মোহাম্মদ শরিফ নেন দুই উইকেট।



promotional_ad

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল রূপগঞ্জ। পরিকল্পনা অনুযায়ী শুরু থেকে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয় রূপগঞ্জের বোলাররা। দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর জুনায়েদ সিদ্দিকি এবং ফজলে মাহমুদ রাব্বি কিছু রান যোগ করলে হাঁফ ছেড়ে বাঁচে ব্রাদার্স। কিন্তু ৮২ রানে ৫ উইকেট হারিয়ে খাঁদের কিনারে চলে যায় ব্রাদার্স।


সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন ইয়াসির আলি চৌধুরী। শরিফুল্লাহর সাথে ৯০ রানের জুটি গড়েন তিনি। ৬৯ বলে পাঁচ চার দুই ছয়ে ৬৫ রান করে আউট হন ইয়াসির। শেষের দিকে মোহাম্মদ শরিফ এবং হাবিবুর রহমান দলের খাতায় ২৪ এবং ২০ রান যোগ করে দলের সংগ্রহ ২২০ করেন।


রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নেন স্পিনার নাবিল সামাদ এবং পেসার মুক্তার আলি।


সংক্ষিপ্ত স্কোরঃ


ব্রাদার্স ইউনিয়নঃ ২২০/৮, ওভার ৫০



(ইয়াসির ৬৫, শরিফুল্লাহ ৩৫; মুক্তার ২/৩৮, নাবিল ২/৪১)


লিজেন্ডস অব রূপগঞ্জঃ ২২১/৭, ৪৯.৫ ওভারে
     
(নাফিস ৫৯, আসিফ ৩৮; চিরাগ ৩/৬৪, শরিফ ২/৩৫ )
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball