promotional_ad

নাসির, ফারদিনের ব্যাটে বিপদ কাটিয়েছে শেখ জামাল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সংক্ষিপ্ত স্কোরঃ


উত্তরা স্পোর্টিং ক্লাবঃ  ২৪৯/৪ (৫০ ওভার) (তানজিদ-৬৪, সজিব-৬১*; শাকিল-১/৪৪, তানভীর- ২/২২)


শেখ জামাল ধানমন্ডিঃ ৮৫/২ (২২ ওভার) (ফারদিন-৩৭*, নাসির- ২৪*; রশিদ-২/১৬)


হাল ধরেছেন নাসির, ফারদিনঃ 


৩৫ রানে দুই উইকেট খুইয়ে ফেলা শেখ জামালকে বিপদমুক্ত করার দায়িত্ব নিয়েছেন নাসির হোসেন এবং ওপেনার ফারদিন হাসান। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই ব্যাটসম্যানের ব্যাটে শেখ জামালের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। ক্রিজে ফারদিন ৩৭ এবং নাসির ২৪ রানে অপরাজিত আছেন। 



promotional_ad

রশিদের দ্বিতীয় আঘাতঃ


ইমতিয়াজকে শুরুতে ফিরিয়ে দেয়ার পর ৩৫ রানের মাথায় নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন রশিদ। আনিসুল ইসলামের হাতে রাকিন আহমেদকে ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। ফলে দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে শেখ জামাল।  


দ্রুত উইকেট হারালো শেখ জামালঃ


উত্তরার ছুঁড়ে দেয়া ২৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে নুরুল হাসান সোহানের শেখ জামাল। ওপেনার ইমতিয়াজ হোসেনকে সজিব হোসেনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান উত্তরার বোলার আব্দুর রশিদ। মাত্র ৮ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ইমতিয়াজকে।


প্রথম ইনিংসঃ


এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এই ম্যাচে খেলতে নেমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২৫০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো উত্তরা স্পোর্টিং ক্লাব। 



আজ সকালে টসে জিতে প্রথমে উত্তরাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান শেখ জামাল দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপর খেলতে নেমে তানজিদ হাসান এবং সজীব হোসেনের জোড়া হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৪৯ রান সংগ্রহ করে উত্তরা। 


এদিন দারুণ ব্যাটিং করেছেন তিন নম্বরে খেলতে নামা সজীব। ইনিংসের শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। অপরদিকে ওপেনার তানজিদ খেলেছেন ৭৫ বলে ৬৪ রানের আরেকটি অনবদ্য ইনিংস।


আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমনের সাথে তাঁর ১১৩ রানের উদ্বোধনী জুটিটি শুরুতে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিলো উত্তরাকে। ইমনের ব্যাট থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ৪৭ রান। এছাড়াও ৩৮ রান করেছেন মিনহাজ খান।


উত্তরার ব্যাটসম্যানদের দারুণ পারফর্মেন্সে শেখ জামালের বোলাররা খুব বেশি সুবিধা করতে পারেননি। ৭ ওভার বোলিং করে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করা লেগ স্পিনার তানভীর হায়দার ছিলেন দলটির সেরা বোলার। এছাড়াও ১টি করে উইকেট নিতে পেরেছেন সালাউদ্দিন শাকিল এবং শহিদুল ইসলাম। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball