promotional_ad

আইপিএলে খেলতে জাতীয় দলের বাইরে স্মিথ-ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার কথা ছিল অস্ট্রেলিয়ান দুই তারকা স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের। কিন্তু আরব আমিরাতে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে দুইজনের একজনকেও স্কোয়াডে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মধ্য দিয়েই তাঁরা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফ??রুক এটাই চাইছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কনুইয়ে অস্ত্রোপচার শেষে বর্তমানে তাঁরা দুইজন পুনর্বাসনে আছেন।


'তাঁদের নিষেধাজ্ঞা শেষ হবে মার্চের ২৮ তারিখ। স্টিভ এবং ডেভিড কনুইয়ে অস্ত্রোপচার শেষে এখন পুনর্বাসনে আছে। তাঁদের জন্য উপযুক্ত পথ হচ্ছে আইপিএলে ফেরা। যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলে থাকে এবং এটা দারুণ একটি প্রতিযোগিতা,' বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভর হন্স।



promotional_ad

এদিকে শুক্রবার ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে রাখা হয়নি বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার শেষ সিরিজেও খেলার সুযোগ হচ্ছে না তাঁর। অজি পেসার মিচেল স্টার্কের পাকিস্তান সিরিজে দলের বাইরে থাকা নিয়ে নির্বাচকদের চেয়ারম্যান বলেন,


'ইনজুরি থেকে ফিরে বোলিং করতে গিয়ে আবার ইনজুরিতে পড়েছেন স্টার্ক। এই ইনজুরি থেকে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়তে বাধ্য করেছে। এটা অনেক হতাশাজনক। আমাদের লক্ষ্য থাকবে মিচকে (স্টার্ক) বিশ্বকাপের জন্য প্রস্তুত করা।'


পাঁচ ম্যাচের সিরিজটি ২২ মার্চ থেকে শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। ২৭, ২৯ এবং ৩১ মার্চ সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে চলমান সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডই পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত রেখেছে অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়া স্কোয়াডঃ



অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন টার্নার, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান লায়ন, নাথান কোল্টার-নাইল, জেই রিচার্ডসন, কেন রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball