টসের গুরুত্ব বাড়িয়ে দিল বৃষ্টিঃ রোডস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস বিশ্বাস করেন ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
ভারী বর্ষণের কারণে টসও সম্পন্ন হয়নি ম্যাচটিতে। আগামীকাল খেলা শুরু হলে ওয়েলিংটনের উইকেট যে যথেষ্ট আদ্র থাকবে সেটি বলাই বাহুল্য। আর সেই কারণে টসের গুরুত্ব উপলব্ধি করছেন টাইগারদের কোচ। তিনি বলেছেন,

'আমি মনে করি টসের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। আজকের বৃষ্টির পরে কিছুটা আদ্রতা থাকবে। আগামীকাল সকালের উইকেটও আদ্র থাকবে। এটি শুষ্ক হওয়ার সুযোগ নেই। এই কারণে টসটি অনেক গুরুত্বপূর্ণ।'
তবে প্রথম দিন পরিত্যক্ত হওয়ায় বিশ্রামের সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা। ফলে সতেজ থেকেই কাল মাঠে নামতে পারবেন তাঁরা, মতামত ইংলিশম্যান রোডসের। তাঁর ভাষ্যমতে, 'আপনি দেখতে পারছেন এখানে অনেক বাতাস এবং বৃষ্টি রয়েছে। আশা করি ছেলেরা কিছু সময় বিশ্রাম পাবে এবং সতেজ থাকবে। তামিম ভালো হয়ে উঠেছে।'
উল্লেখ্য আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় বেসিন রিজার্ভে টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামবে দুই দল। এরই মধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।