আট বছর পর ডিপিএলে বিকেএসপি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসরে দীর্ঘ ৮ বছর পর খেলতে যাচ্ছে বিকেএসপি। শুক্রবার শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে সকাল ৯টায় মাঠে নামবে তারা।
সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে ডিপিএলে খেলেছিলো বিকেএসপি। দীর্ঘ দিন পর আবারও প্রথম বিভাগ ক্রিকেটে রানার্স আপ হওয়ার কারণে প্রিমিয়ার লীগে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে দলটির।
গত বছরের ২০শে মে বিকেএসপির তিন নম্বর মাঠে উত্তরা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিলো বিকেএসপি। সেই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টে ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তরা। ফলে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দুই দলের জন্যই দরজা খুলে যায় ডিপিএলের।

এবারের আসরে তরুণ অলরাউন্ডার আব্দুল কাইয়ুম তুহিন নেতৃত্বে খেলতে নামবে বিকেএসপি। এর আগে মেহেদি হাসান মিরাজের সাথে অনূর্ধ্ব ১৯ দলে খেলার অভিজ্ঞতা ছিলো তাঁর।
কাইয়ুমের পাশাপাশি দলটিতে আরও রয়েছেন শামিম পাটোয়ারি, আকবর আলির মতো পরীক্ষিত পারফর্মাররাও। সবমিলিয়ে তারুণ্যে আস্থা রেখেই দল নির্বাচন করেছে বিকেএসপি।
তবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত শুক্রবারের ম্যাচেটিতে আবাহনীর থেকে বেশ পিছিয়ে থাকবে তুহিনের দলটি। কেননা আবাহনীতে থাকছেন মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুনদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
বিকেএসপিঃ শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।
আবাহনী লিমিটেডঃ রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত।