ইংলিশ উইকেটের স্বাদ পাওয়া যাবে ডিপিএলে

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরকে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন। কারণ ইংলিশ উইকেটের মতো ব্যাটিং সহায়ক উইকেট ডিপিএলে পেতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।
ঘরোয়া এই টুর্নামেন্টটিতে খেলার মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবে। সুজনের মতে শুধু মিরপুরের উইকেটই নয়, বরং ডিপিএলের বাকি দুই ভেন্যু ফতুল্লা এবং বিকেএসপির উইকেটও যথেষ্ট ভালো। যা ক্রিকেটারদের ইংল্যান্ডের উইকেটের স্বাদ দিবে বলে বিশ্বাস সুজনের। এই প্রসঙ্গে সুজন বলেছেন,

'আপনি যদি দেখেন, প্রিমিয়ার লীগের ম্যাচগুলো খুব ভালো উইকেটে খেলা হয়। ব্যাটিং সহায়ক হয়। ইংল্যান্ডেও ব্যাটিং সহায়ক উইকেট হবে, একটু বাউন্স বেশি থাকতে পারে হয়তো। তারপরও আমাদের মিরপুরের উইকেট এখন খারাপ না। ফতুল্লায় অনেকদিন যাওয়া হয় না তবে আমি সর্বশেষ একটি অনুশীলন ম্যাচ দেখতে গেলাম, খারাপ লাগে নি।'
ডিপিএলের খেলার মাধ্যমে ৫০ ওভারের ম্যাচের একটি অভ্যাস তৈরি হবে, মতামত সুজনের। বিশ্বকাপের আগে টুর্নামেন্টটি দিয়ে বোলাররা নিজেদের আরও উন্নতি করতে পারবে উল্লেখ করে সাবেক এই টাইগার অধিনায়ক জানান,
'বিকেএসপিতে সবসময় খুব ভালো ব্যাটিং উইকেট থাকে। আসলে ম্যাচ খেলা একটা প্র্যাকটিস। ৫০ ওভারের ম্যাচের একটা অভ্যাস তৈরি করা। বোলারদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে, তাদের যে উন্নতিগুলো দরকার, সেগুলো এখানে করতে পারে। ব্যাটসম্যানরা যদি লম্বা ইনিংস খেলে, রান করে, আত্মবিশ্বাস তৈরি হবে। বিশ্বকাপের জন্য দারুণ হবে।'