promotional_ad

ডিপিএলে ভারতীয়দের হিড়িক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) বেশিরভাগ ক্লাব ভারতীয় ক্রিকেটারদের নিয়ে দল সাজাচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতিদল একজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। ক্লাব গুলো বরাবরের মতই ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেটারদের পেছনে ছুটছে।


তবে এখন পর্যন্ত দল গুলো ভারতীয় ক্রিকেটারদের পেছনেই বেশি আগ্রহ দেখিয়েছে। গাজি গ্রুপ ক্রিকেটার্স ভারতের হয়ে একটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলা পারভেজ রসূলকে দলে ভিড়িয়েছে। এর আগেও ঢাকা লীগে খেলার অভিজ্ঞতা আছে ভারতের কাশ্মীর অঞ্চলের এই ক্রিকেটারের।


মোহামেডানের হয়ে গত আসরে খেলা অলরাউন্ডার বিপুল শর্মাকে এবারো একই দলে দেখা যাবে। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে আইপিএল শিরোপা জয় করা বিপুল শর্মা মোহামেডান স্কোয়াডে ভারসাম্য আনতে সাহায্য করবে। ব্যাট হাতে দ্রুত রান তোলার সাথে তাঁর বাঁহাতি স্পিন বাংলাদেশি কন্ডিশনের জন্য উপযুক্ত।


লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে ডিপিএল খেলবেন আরেক ভারতীয় রিশি ধাওয়ান। ২৯ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলেছিলেন। এছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের স্কোয়াডে ছিলেন। 



promotional_ad

গত আসরে শাইনপুকুরের জার্সিতে দেখা গিয়েছিল ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান উদয় কউলকে। এবারও একই দলের হয়ে খেলবেন তিনি। লীগের প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও বাকি ম্যাচ গুলোতে উদয়কে পাওয়ার ব্যাপারে আশাবাদী শাইনপুকুর। ১০ তারিখ দলের সাথে যোগ দেয়ার কথা ভারতের হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা সিদ্ধার্থ কউলের ভাই উদয় কউলের।


ব্রাদার্স ইউনিয়নের হয়ে এবারের ডিপিএলের জন্য চুক্তি করেছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও রঞ্জি ট্রফিতে স্বরাষ্ট্রের হয়ে খেলা অলরাউন্ডার চিরাগ জানি। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে পুরো আসরের জন্য পেতে যাচ্ছে ব্রাদার্স। 


গত ঢাকা লীগে খেলাঘরের জার্সিতে খেলা অশোক মেনারিয়াকে এবারও রেখে দিয়েছে দলটি। খেলাঘরের হয়ে গত আসরে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। রাজস্থান রয়েলসের হয়ে আইপিএল খেলা এই স্পিন বোলিং অলরাউন্ডারের ওপর ব্যাটে বলে অনেকাংশে নির্ভর করবে খেলাঘর।


প্রাইম ব্যাংকও ভারতীয় ক্রিকেটারে আগ্রহ দেখিয়েছে। কলকাতার মোহনবাগানের হয়ে খেলা সুবীর চ্যাটার্জীকে প্রথম দুই ম্যাচের জন্য দলে রেখেছে দলটি। লীগের বাকি ম্যাচ গুলোর জন্য অভিমন্যু ঈশ্বরণের সাথে চুক্তি করেছে দলটি। এর আগে প্রাইম ব্যাংকের হয়ে ডিপিএল খেলে গেছেন তিনি।


বড় দল আবাহনী অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেটার দলে ভিড়িয়েছে। আবাহনীর হয়ে এবারের ডিপিএল খেলবেন কুশল সিলভা। ৩২ বছর বয়সী সিলভা শ্রীলঙ্কার হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন। আবাহনীর টপ অর্ডার সমস্যার সমাধান করতেই দলে নেয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।



প্রাইম দোলেশ্বরের হয়ে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। পাকিস্তান সুপার লীগে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার।


এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আরেক শ্রীলঙ্কা?? অলরাউন্ডার আসেলা গুনারাত্নাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তবে এখনো গুনারাত্নার দলে যোগ দেয়ার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ক্লাবের পক্ষ থেকে এই লঙ্কান অলরাউন্ডারকে পেতে চেষ্টা চালানো হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball