চূড়ায় ওঠার লক্ষ্য আসিফের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বোলারদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার লক্ষ্য স্থির করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার আসিফ হাসান। সেভাবেই নিজেকে প্রস্তুত করার মিশনে আছেন তিনি। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত, অপেক্ষায় আছেন সুযোগের।
ডিপিএলের ২০১৭-১৮ মৌসুমে সেরা উইকেট শিকারি বোলারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিলেন এই স্পিনার। রূপগঞ্জের হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন আসিফ, নিয়েছিলেন ২৯টি উইকেট। মাত্র ৪.৪৭ ইকোনমিতে রান খরচ করেছেন তিনি। চার উইকেটের দেখাও পেয়েছিলেন এক ম্যাচে।
এবার নিজেকে আরও বেশি পরিণত ভাবছেন আসিফ। লক্ষ্য সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। বৃহস্পতিবার মিরপুরে দলের সাথে অনুশীলন করতে এসেছিলেন ২৫ বছর বয়সী এই স্পিনার। সে সময় নিজের লক্ষ্যের কথা সাংবাদিকদের জানান তিনি।

'গত বছর আমি বেশ ভালো পারফর্ম করেছিলাম। দ্বিতীয় সেরা উইকেট শিকারি হয়েছিলাম। এবারও চেষ্টা করবো আরও ভালো কিছু করার। এর আগে দ্বিতীয় হয়েছি, এবার প্রথম হওয়ার চিন্তা আছে। এভাবে প্রস্তুতি নিয়েই আগাবো। অনুশীলন, পরিশ্রম সবকিছু আরকি। যেন আরও ভালো কিছু করতে পারি, সামনে ভালো জায়গায় যেতে পারি। সুযোগ যদি পাই ভালো কিছু করবো।'
ডিপিএল একদিনের ফরম্যাটের টুর্নামেন্টের আগে টি-টুয়েন্টি ফরম্যাট দিয়ে নিজেদের প্রস্তুত করেছিলেন দলগুলোর ক্রিকেটাররা। বিশ ওভারের এই লিগে রূপগঞ্জের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন আসিফ।
দুই ম্যাচে দুটি উইকেট পেয়েছিলেন তিনি। তবে বল হাতে কিপটে বোলিং করতে সক্ষম হয়েছেন এই স্পিনার।