promotional_ad

ছায়া অধিনায়ক ছিলেন মাশরাফি!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত বছর কাগজে কলমে আবাহনীর নেতৃত্বে ছিলেন নাসির হোসেন। কিন্তু আবাহনীর পর্দার আড়ালের কাপ্তান ছিলেন মাশরাফি বিন মুর্তজা। আনুষ্ঠানিকতা বাদে ম্যাচ চলাকালীন সময়ে সকল সিদ্ধান্ত মাশরাফিই নিতেন। তবে এবারের ডিপিএলে অধিনায়ক মাশরাফিকে পূর্ণাঙ্গরূপে পেতে চান দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।


মাশরাফি নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে পরিবার সহ দেশের বাইরে সময় কাটাতে গিয়েছেন। ১২ তারিখ বাংলাদেশে ফেরার কথা তাঁর। শুরুর দিকে আবাহনীর বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে দলের সাথে যোগ দিলে মাশরাফিকে অধিনায়কের দায়িত্ব দিতে চায় আবাহনী।



promotional_ad

'গতবার মাশরাফিই ছিল। নামে (নাসির) ছিল আর কি। মাশরাফি থাকা মানেই একটা বড় ব্যাপার। হ্যাঁ নাসির আমাদের অধিনায়ক ছিল সেটা সত্যি কথা। তবে মাশরাফি দলে থাকলে মাঠ নিয়ন্ত্রণ করা সহজ, অবশ্যই ওর সাহায্য তো ছিলই। 


'নাসিরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার ছিল গতবার। আমি মনে করি মোসাদ্দেকও খারাপ হবে না। তবে মাশরাফি আসলে মাশরাফিকেই অনুরোধ করা হবে অধিনায়ক হওয়ার জন্য,' মিরপুরে আবাহনীর অনুশীলন শেষে বলেছেন সুজন।
 
ডিপিএল টি-টুয়েন্টিতে আবাহনীর নেতৃত্ব দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। মাশরাফির অবর্তমানে মোসাদ্দেকই আবাহনীর ভরসা। 'মাশরাফির কথা ছিল ১০ তারিখের পর থেকে সব ম্যাচ খেলার। ভেবেছিলাম দ্বিতীয় ম্যাচ থেকেই মাশরাফিকে পাব। কিন্তু দুর্ভাগ্যবশত ও দেশের বাইরে। 


'আমি জানিও না কবে গেছে, আমার সাথে যোগাযোগ হয়নি ওইভাবে। ও আসার পর হয়তো জানা যাবে কবে খেলবে। হয়তো তিন ম্যাচ খেলতে পারবে না। মোসাদ্দেক অধিনায়কত্ব করবে, যেহেতু টি-টুয়েন্টিতে ওই করেছে। মাশরাফি যতদিন না আসে মোসাদ্দেকই আমাদের ভরসা।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball