promotional_ad

প্রথমে ব্যাটিং করা চ্যালেঞ্জঃ লাথাম

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করাটা বেশ চ্যালেঞ্জের হবে, মতামত নিউজিল্যান্ড দলের ওপেনার টম লাথামের। কেননা ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিতব্য এই ম্যাচটির উইকেট শুরুতে থাকবে বোলিং সহায়ক।


তার ওপর চলতি মৌসুমে শুরুতে খুব বেশি ব্যাটিং করার সুযোগ পায়নি কিউইরা। সবমিলিয়ে প্রথমে ব্যাটিং করাটা যথেষ্ট কঠিন হবে উল্লেখ করে লাথাম বলেছেন, 'আমাদের যদি আগামীকাল সকালে ব্যাটিং করতে দেয়া হয় তাহলে সেটি একটি চ্যালেঞ্জ হবে। আমরা এই মৌসুমে শুরুতে খুব বেশি ব্যাটিং করতে নামিনি।' 



promotional_ad

বেসিন রিজার্ভের এই মাঠে বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কিউই ওপেনার লাথাম। সেই স্মৃতির কথা মনে করে তিনি জানিয়েছেন, 'আমি বেসিন রিজার্ভে খেলতে অনেক উপভোগ করি, এই মাঠে আমার অনেক ভালো স্মৃতি আছে।'


গত টেস্টে বাংলাদেশকে একেবারেই দাঁড়াতে দেয়নি কিউইরা। ইনিংস ব্যবধানে জয়ের সেই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লাথাম নিজেও। তবে গত টেস্টের স্মৃতি ভুলে এবার নতুন করে শুরু করার দিকে গুরুত্ব দিচ্ছেন তিনি। নিজস্ব পরিকল্পনা মাফিক খেলার কথা জানিয়ে তিনি বলেন,   


'উইকেটটি কিছুটা সবুজ মনে হচ্ছে। সুতরাং প্রথম থেকে শুরু করতে হবে এবং গত সপ্তাহে যা হয়েছে তা ভুলে যেতে হবে। একই সাথে শেষ টেস্টে যা হয়েছে সেটিও এবং আমার নিজস্ব পরিকল্পনা ঠিক রাখতে হবে।' 



উল্লেখ্য শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে টাইগাররা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball