জাতীয় দলের প্রতিচ্ছবি আবাহনী!

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে সবসময়ই শক্তিশালী দল হিসেবে অংশ নেয় আবাহনী। জাতীয় দলে খেলা ক্রিকেটার দিয়ে প্রতিবারই দলগঠন করে তাঁরা। অভিজ্ঞতার কারণে হট ফেভারিট হয়েই মাঠে নামে দলটি।
গত আসরের চ্যাম্পিয়ন দলটি এবারও দুর্দান্ত দল গঠন করেছে। গত আসর থেকে এই দলে রাখা তিন ক্রিকেটার হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

এছাড়াও দলটিতে আছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফুদ্দিনরা।
এদের প্রত্যেকেই জাতীয় দলের প্রতিষ্ঠিত পারফর্মার। যদিও জাতীয় দল নিউজিল্যান্ডে ব্যস্ত সময় পার করায় ডিপিএলের শুরু থেকেই অনেক ক্রিকেটারকে পাবে না আবাহনী।
কিন্তু বিকল্প ব্যবস্থা আছে দলটিতে। ঘরোয়া লীগে বরাবর ভালো পারফর্ম করা ক্রিকেটারদের দলে ভেড়াতে একটু বেশিই সুনাম কুড়িয়েছে আবাহনী।
মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদদের মতো প্রতিভাবান ব্যাটসম্যানরা যেমন এই দলে আছেন ঠিক তেমনি তাপস ঘোষের মতো স্পিন বোলিং অলরাউন্ডার বা শাকিল হোসেনের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও আছেন এই দলে।
আবাহনী লিমিটেডঃ সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত।