promotional_ad

আবাহনীতে কুশল সিলভা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শুক্রবার (৮ই মার্চ) থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে আবাহনী লিমিটেড। সর্বশেষ শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল সিলভাকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা।


এরই মধ্যে শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আবাহনী কর্তৃপক্ষ। ডিপিএলকে সামনে রেখে আজ অনুশীলনও করেছেন আবাহনীর এই লঙ্কান রিক্রুট।



promotional_ad

অবশ্য শুধু কুশলই নয়, আবাহনী দলটিতে থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও অনেক ক্রিকেটার। এই তালিকায় আছেন মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনদের মতো তারকারা। 


উল্লেখ্য আবাহনী দলে নতুন অন্তর্ভুক্ত সিলভা জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে ২৮.৩৬ গড়ে ২০৯৯ রান করেছেন এই লঙ্কান। এছাড়াও ২০৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৬.৪৪ গড়ে ১৩৯৩২ রান সংগ্রহ করেছেন তিনি।


তাঁর রয়েছে ৪১টি সেঞ্চুরি এবং ৫৪টি হাফসেঞ্চুরি। অপরদিকে লিস্ট 'এ' ক্রিকেটে ১৪১ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কুশলের। যেখানে ৪১.০৬ গড়ে ৩৮১৯ রান সংগ্রহ করেছেন তিনি। 



আবাহনী লিমিটেডঃ


সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, কুশল সিলভা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball