'ক্ষুধার্ত' স্মিথ ও ওয়ার্নারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ওয়ার্নের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া ক্রিকেট দলে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ফিরলে অজিদের বিশ্বকাপ জয়ের পথ সুগম হবে, বিশ্বাস অজি কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের। ১২ মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও ক্রিকেটে ফেরার জন্য ক্ষুধার্ত তাঁরা বলে মনে করেন ওয়ার্ন।
২০০৩ সালে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় ১২ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ওয়ার্ন নিজেও। সেই অভিজ্ঞতা থেকেই ফক্স ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই বিরতি ক্রিকেটের ক্ষুধা আরও বাড়িয়ে তুলতে সক্ষম হবে স্মিথ এবং ওয়ার্নারের। অজি কিংবদন্তী জানিয়েছেন,

'এটি আপনার মাইন্ড ফ্রেশ করবে এবং আপনি আবারও ক্ষুধার্ত হয়ে উঠবেন। তাঁদের রেকর্ডের দিকে তাকান। বিশ্বের যেকোনো ক্রিকেটারের থেকে এই দুইজনের রেকর্ড অসাধারণ। তাঁরা সরাসরি ফিরবে এবং ক্ষুধার্ত থাকবে। আমি বলছি তাঁরা ফিরতে পারলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিততে পারবে।'
তবে দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম কয়েকটি ম্যাচে যে বেশ নার্ভাস থাকবেন স্মিথ ও ওয়ার্নাররা সেটিও স্বীকার করেছেন অজি কিংবদন্তী শেন ওয়ার্ন। এরপরেও তাঁদের প্রতি আস্থা রেখে তিনি জানিয়েছেন বরাবরের মতোই ভালো খেলতে পারবেন দুই অজি। ওয়ার্নারের ভাষ্যমতে,
'প্রথম কয়েকটি ম্যাচে তাঁরা কিছুটা নার্ভাস থাকবে, যদিও এটি তাঁদের জন্যই ভালো হবে। তাঁরা রোমাঞ্চিত থাকবে এবং আমি আশা করবো যেন তাঁরা সর্বদা যেমন ভালো খেলে তেমনটি যেন খেলতে পারে। তাহলেই ।'
উল্লেখ্য বল টেম্পারিংয়ের দায়ে স্মিথ এবং ওয়ার্নারের ১২ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে চলতি মাসর ২৯ তারিখ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আর তাঁদের বাঁধা থাকবে না।