promotional_ad

ওয়ানডে জয়ে জিম্বাবুয়ে থেকে পিছিয়ে বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট ইতিহাসে একদিনের ফরম্যাটে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। আন্তর্জাতিক ওয়ানডেতে ৯২৪ ম্যাচে ৫৫৮টি জয় রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাদের পরাজয় ৩২৩ টি ম্যাচে। একদিনের ক্রিকেটে দলটির জয়ের হার ১.৭২৭।


ওয়ানডে ম্যাচ জয়ের এই রেকর্ডে জিম্বাবুয়ে থেকেও পিছিয়ে বাংলাদেশ দল। এমনকি ওয়ানডে ফরম্যাটে জয়ের রেকর্ডে সবার নিচে বাংলাদেশ। ১৩৪টি ওয়ানডে জিতেছে জিম্বাবুয়ে, পক্ষান্তরে ১১৮টি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা।



promotional_ad

যদিও জয়ের হারে জিম্বাবুয়ে থেকে এগিয়ে বাংলাদেশ দল। ৫১৭ ম্যাচ খেলা জিম্বাবুয়ের জয়ের হার ০.৩৬৭। বাংলাদেশ এখন অবধি ৩৫৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যেখানে দলটির জয়ের হার ০.৫০৬। বাংলাদেশ পরাজিত হয়েছে ২৩৩টি ম্যাচে আর জিম্বাবুয়ের পরাজয়ের সংখ্যা ৩৬৫ ম্যাচ।


তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৫০০ ওয়ানডে জয়ের রেকর্ডে দ্বিতীয় দল হিসেবে নাম লিখিয়েছে ভারত। ৯৬৩ ম্যাচে ৫০০টিতে জিতেছে তারা, হেরেছে ৪১৪টি। ভারতের জয়ের হার ১.২০৭। তৃতীয় অবস্থানটি পাকিস্তানের, ৯০৭ ম্যাচ খেলা এই দলটি ৪৭৯টি ম্যাচ জিতেছে। ৪০১ ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। জয়ের হার পাকিস্তানের ১.১৯৪।


তালিকায় চতুর্থ স্থান উইন্ডিজদের। ৭৯৩ ম্যাচ খেলে ৩৯০টি ম্যাচ জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। পরাজিত হয়েছে ৩৬৫ ম্যাচে। ক্যারিবিয়ান দলটির জয়ের হার ১.০৬৮। পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে আছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। দুই দল যথাক্রমে ৮৩২ এবং ৬০৬ ওয়ানডে ম্যাচ খেলেছে। তাঁদের জয় যথাক্রমে ৩৭৯ এবং ৩৭৪টিতে, পরাজয় সংখ্যা ৪১১টি এবং ২১০টি। জয়ের হারে সবার শীর্ষে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ের হার ১.৭৮০ এবং শ্রীলঙ্কার জয়ের হার ০.৯২২।



সপ্তম এবং অষ্টম স্থানটি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের। যথাক্রমে ৭২৬টি এবং ৭৫৮টি ওয়ানডে খেলেছে দল দুটি। ইংল্যান্ডের জয়ের সংখ্যা ৩৬২ এবং নিউজিল্যান্ডের জয়ের সংখ্যা ৩৪২। দুই দলের পরাজয় ৩৩০ এবং ৩৩০ ম্যাচে। জয়ের হার যথাক্রমে ১.০৯৬ এবং ০.৯২৪।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball