promotional_ad

বাংলাদেশের বিপক্ষে বোল্টের 'লঙ্কান ভীতি'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে গত ডিসেম্বরের ওয়েলিংটন টেস্টের স্মৃতি ভুলেননি নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। টেস্টের চতুর্থ দিন প্রতিপক্ষের কোন উইকেট নিতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড, যার ফলে ভালো অবস্থানে থেকেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটনে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে এমন পরিস্থিতিতে পড়তে চান না কিউই এই পেসার।


ওয়েলিংটনের সেই টেস্টের চতুর্থ দিন লঙ্কান দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস একাই নিজেদের করে নিয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে ২৭৪ রান তুলেছিলেন দুইজন। দুর্দান্ত ব্যাটিং শৈলীতে কিউই বোলারদের নাস্তানাবুদ করে শতক তুলে নিয়েছিলেন দুইজন ব্যাটসম্যানই।


বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টও হতে যাচ্ছে সেই ওয়েলিংটনে। তাই লঙ্কানদের বিপক্ষে পাওয়া সেই অভিজ্ঞতার স্বাদ টাইগারদের বিপক্ষে পেতে চান না বোল্ট। তাঁর ভাষায়,  



promotional_ad

'আমি একই কন্ডিশনের আশা করছি যেটা ডিসেম্বরে ছিল। আশা করি আমরা সুযোগহীন এবং উইকেটশূন্য চতুর্থ দিনের অভিজ্ঞতায় যাব না। যদি তাই হয় তাহলে আমাদের উইকেট তুলে নেয়ার উপায় বের করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সামর্থ্য আছে।'


প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে টাইগারদের বিপক্ষে উইকেট তুলে নিতে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে নিউজিল্যান্ডের বোলারদের। তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে লাগাম হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। কিন্তু সেখান থেকে ঠিকই ফিরে এসেছে তারা।


ইনিংস এবং ৫২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দলটি। ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট টেস্টের আনন্দ এখানেই। এমন জয়ই বেশি উপভোগের বোল্টের কাছে।  


'এটা টেস্ট ক্রিকেট এবং এখানে সহজ বলে কিছু নেই। গত দিন যেটা সবচেয়ে ভালো দিক ছিল, আমাদের অনেক ঘাম ঝরাতে হয়েছে এবং দশ উইকেট নিতে বাংলাদেশ আমাদের অনেক পরিশ্রম করিয়েছে।



'এরপর খেলায় ফিরে আসা এবং জয়ী হওয়া বেশি উপভোগের। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, এটা সবচেয়ে কঠিন ফরম্যাট এবং আপনাকে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকতে হবে এবং এটাই সত্যিকারের টেস্ট। এই চ্যালেঞ্জ সব ছেলেরাই উপভোগ করে,' বলেছেন বোল্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball