বেয়ারস্টোর ব্যাটে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেন্ট লুসিয়ায় তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে জনি বেয়ারস্টোর ফিফটিতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়ন মরগানের দল।
এদিন টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা মোটে ভালো হয় নি ক্যারিবিয়ানদের।
স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করতেই পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই শেই হোপ, ক্রিস গেইল এবং শিমরন হেটমায়ারকে হারিয়ে বসে দলটি। ৩ উইকেট দ্রুত হারলেও ড্যারেন ব্রাভো এবং নিকোলাস পুরান মিলে হাল ধরেণ স্বাগতিকদের পক্ষে।
দুজন মিলে জুটিতে যোগ করেন ৬৪ রান। ব্রাভো ৩০ বলে ২৮ করে ফিরে যাওয়ার খানিকপর ০ রানে ফিরেন ব্রাথওয়েট। বাকিরা আসা যাওয়ার মধ্যে থাকলেও ফিফটি তুলে নেন নিকোলাস পুরান।
৫৮ রান করে বাঁহাতি এই ব্যাটসম্যান ফিরলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় জেসন হোল্ডারের দল। ইংল্যান্ডের পক্ষে টম কারান ৩৬ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই শেল্ডন কোট্রেলকে ছক্কা হাঁকিয়ে ইংলিশদের উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার অ্যালেক্স হেলস। কিন্তু হেলসকে ফেরাতে বেশী সময় নেন নি কোট্রেল।
প্রথম ওভারে ১৭ রান দিলেও শেষ বলে তাঁকে বোল্ড করেন এই পেসার। মাত্র ২ বল খেলেই লেগ বিফরের ফাঁদে পড়েন জো রুট। ৩২ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক ইয়ন মরগান এবং উইকেট রক্ষক জনি বেয়ারস্টো ইংলিশদের হাল ধরেন।
জুটিতে ৫১ রান এলেও মরগানের ব্যাট থেকে আসে মাত্র ১৬ বলে ৮ রান। ব্রাথওয়েটকে উইকেট ছুঁড়ে দিয়ে মরগান ফিরলেও জো ডেনলির সঙ্গে জুটি বেঁধে ফিফটি তুলে নেন বেয়ারস্টো।
দলীয় ১০৩ রানে বেয়ারস্টো ৬৮ করে ফিরলেও ডেননি এবং স্যাম বিলিংসের ব্যাটে জয়ের পথে হাঁটতে থাকে ইংল্যান্ড। শেষের দিকে ডেনলি ২৯ বলে ৩০ এবং বিলিংস ১৮ করে বিদায় নিলেও ৪ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।
ডেভিড উইলি ১ এবং টম কারান ২ রানে ক্রিজে অপরাজিত থাকেন। উইন্ডিজদের পক্ষে শেলডন কোট্রেল ২৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজঃ ১৬০/৮ (২০ ওভার)
(পুরান ৫৮) (কারান ৪/৩৬)
ইংল্যান্ডঃ ১৬১/৬ (১৮.৫ ওভার)
(বেয়ারস্টো ৬৮, কোট্রেল ৩/২৯)