promotional_ad

আইপিএলের নিয়ন্ত্রণ চায় না আইসিসি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়ন্ত্রণ চায় না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। মার্চের ২ তারিখ দুবাইয়ে শেষ হয়েছিল আইসিসির ছয় দিনের সভা।


সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যার মধ্যে একটি ছিল বিশ্বের টি-টুয়েন্টি লিগগুলোর নিয়ন্ত্রণ। কিন্তু আইপিএলের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় এতে হস্তক্ষেপ করতে চায় না আইসিসি। তবে এরই মধ্যে ভারতীয় মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল আইপিএল নিয়ন্ত্রণ করতে চায় আইসিসি।



promotional_ad

যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে বিরাজ করতে থাকে অস্বস্তি। আইপিএলের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ বিজ্ঞতির মাধ্যমে আইসিসির প্রধান নির্বাহী জানান, 


'সংবাদমাধ্যমে যে রকম বলা হচ্ছে, আইপিএলকে নিয়ন্ত্রণ করতে চায় আইসিসি, সেটা ঠিক নয়। আমরা আইপিএলে কোনও হস্তক্ষেপ করব না। প্রধান নির্বাহীদের কমিটি এবং আইসিসি বোর্ড গত কয়েকদিন ধরে এই পরামর্শই দিয়েছে। নিয়মের খসড়া তৈরি করার ব্যাপারে নেতৃত্ব দেবে ওয়ার্কিং গ্রুপ। যাতে খেলাটা সুস্থ ভাবে আন্তর্জাতিক এবং ঘরোয়া দুই ক্ষেত্রেই দীর্ঘদিন টিকে থাকতে পারে।'


তিনি আরও যোগ করেন, 'আমরা ভাগ্যবান কয়েকটা দুর্দান্ত টি-টুয়েন্টি লিগ পেয়েছি। যার মধ্যে আইপিএলও রয়েছে। বিশ্ব জুড়ে আইপিএলের পরিচালনার দিক থেকে বিরাট সুনাম রয়েছে। ওয়ার্কিং গ্রুপ বিশ্বের বিভিন্ন টি-টুয়েন্টি লিগের জন্য নিয়মের খসড়া তৈরি করতে গিয়ে সেটা মাথায় রাখবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য বিশ্ব জুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগের জন্য একটা ন্যূনতম নিয়ম তৈরি করা এবং সেটা যাতে মেনে চলা হয়, তা নিশ্চিত করা।'



এই ওয়ার্কিং গ্রুপের অন্যতম সদস্য ভারতীয় বোর্ডের সিইও রাহুল জোহরি। ছয় সদস্যের ওয়ার্কিং গ্রুপের বাকি সদস্যরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার থাবাং মোরোয়ে, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কর্তা জনি গ্রেভস, ফিকার কর্তা টোনি আইরিশ ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান টোনি ব্রায়ান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball