আইপিএল, বিপিএল নিয়ে চিন্তায় আইসিসি

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নিয়ে সদস্য দেশগুলোর সাথে আলোচনায় বসেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০১৮ সালের জুন মাসে দেশগুলোকে নিয়ে একটি গ্রুপ গঠন করে সংস্থাটি।
আইসিসির মূল লক্ষ্য ছিল বিশ্বের ঘরোয়া সংক্ষিপ্ত পরিসরের টুর্নামেন্টগুলোকে আরও বিস্তার করা। সম্প্রতি আইসিসি সভায় এই ইস্যুতে সদস্য দেশ গুলোর সাথে আলাপ আলোচনা করেছে আইসিসি।

সভায় আলোচ্য বিষয় গুলো বিবৃতিতে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন। আন্তর্জাতিক সূচির সাথে তাল মিলিয়ে আইপিএল, বিপিএল, পিএসএলের মতন টুর্নামেন্টগুলোর বিস্তার বেশ চ্যালেঞ্জের হবে, মতামত তাঁর। এই প্রসঙ্গে রিচার্ডসন বলেছেন,
'এই গ্রুপের মূল উদ্দেশ্য ছিলো সদস্য দেশগুলোর সাথে আলোচনা করে বিশ্বের ঘরোয়া টি টুয়েন্টি এবং অন্যান্য ছোট টুর্নামেন্টগুলো কিভাবে বিস্তার করা যায় সেটি ঠিক করা। এটি অনেক বড় চ্যালেঞ্জের ছিল এবং আন্তর্জাতিক সূচির সাথে সাংঘর্ষিক হতে পারতো। এখানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ক্রিকেটারের সংখ্যা অনেক কম থাকতো।'
শুধু তাই নয়, রিচার্ডসনের বিশ্বাস দীর্ঘ পরিসরে টুর্নামেন্টগুলো আয়োজন করতে হলে আরেকটি বড় বাঁধা হলো দুর্নীতি। ক্রিকেটারদের যথাযথ পারিশ্রমিক না দিতে পারা এবং সুষ্ঠুভাবে আয়োজন করতে ব্যর্থ হওয়াটা ক্রিকেটের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ করবে সেটাও তুলে ধরেছেন আইসিসির প্রধান নির্বাহী,
'উপযুক্ত পরিকল্পনা ছাড়া লীগ আয়োজন করলে তা দীর্ঘ পরিসরে টিকবে না এবং এর উন্নতি এবং অবকাঠামোও ঠিক থাকবে না। দুর্নীতিও এক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ। ক্রিকেটারদের যথাযথ পারিশ্রমিক দিতে না পারা এবং টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হওয়াটা ক্রিকেটের বৈশ্বিক মর্যাদা ক্ষুণ্ণ করবে,' বলেন রিচার্ডসন।
রিচারর্ডসন আরও যোগ করেন, 'গত কয়েক মাস ধরে একটি ড্রাফ্ট নিয়মাবলী তৈরি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত ঘরোয়া লীগগুলোর মান ঠিক রাখা যেন ক্রিকেটের মর্যাদা বজায় থাকে।'